NIA-কে তৃণমূল নেতাদের তালিকা দিয়েছে বিজেপি। দলীয় নেতা গ্রেপ্তারিতে বিস্ফোরক কুণাল। ইডি-সিবিআই দিয়ে প্রচারে বাধা, কমিশনে নালিশ তৃণমূলের। উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের। লোকসভায় আরও ২ আসনে প্রার্থী ঘোষণা CPM-এর। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যানারে ছয়লাপ মেদিনীপুর।ভোটের আগে কংগ্রেসকে ১৭০০ কোটির জরিমানা আয়কর দপ্তরের, পালটা রাহুলের ।
হেডলাইন:
আরও শুনুন: 28 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা! অভিজিতের বিরুদ্ধে কমিশনে তৃণমূল
আরও শুনুন: 27 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- মুখ্যমন্ত্রী সম্পর্কে ‘কুকথা’র জের, দিলীপকে শোকজ নির্বাচন কমিশনের
বিস্তারিত খবর:
1. লোকসভা নির্বাচনের মুখে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করাতে এনআইকে তালিকা দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ট্যাগ করে বিস্ফোরক দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। অভিযোগ, ২ জন বিজেপি নেতা নিউটাউনে এসপি ডি আর সিংয়ের বাসভবনে গোপন বৈঠক করেন। নিজাম প্যালেসেও তাঁর সঙ্গে দেখা করেন বিজেপি নেতারা। এরপর একটি তালিকা দেওয়া হয়। সেখানে কোন কোন তৃণমূল নেতা-কর্মীকে গ্রেপ্তার করতে হবে, কাকে তলব করতে হবে, সে সম্পর্কিত তথ্য ছিল। এই তথ্য আদৌ সত্য নাকি মিথ্যা, এনআইএ-কে ট্যাগ করে সে প্রশ্নই করেছেন কুণাল। তাঁর আরও দাবি, শনিবার এনআইএ তল্লাশি করবে। এবং বিজেপির দেওয়া তালিকা অনুযায়ী বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হবে বলেও আশঙ্কা। যদিও তৃণমূল নেতাকে এর পালটা খোঁচা দিয়েছে বিজেপিও। পাশাপাশি ভোটপ্রচারে ইডি-সিবিআইকে কাজে লাগিয়ে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে কমিশনে নালিশ তৃণমূলের পাঁচ প্রতিনিধি। অভিযোগ, ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে তৃণমূল নেতৃত্বকে হেনস্তা করা হচ্ছে। সুকৌশলে নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে। প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, শশী পাঁজা, সাকেত গোখেল এবং সাগরিকা ঘোষ। এর পর কমিশনের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনেও এই ইস্যুতে সরব হন তৃণমূল নেতৃত্ব।
2. বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের টিকিট পেলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে বরানগর কেন্দ্র থেকে লড়বেন তিনি। লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার শোনা যাচ্ছিল বাঁকুড়া থেকে হয়তো টিকিট পাবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে ব্রিগেডের মঞ্চ থেকে প্রার্থীর নাম ঘোষণার পর দেখা গিয়েছিল তাতে নাম নেই অভিনেত্রীর। এবার বিধানসভা উপনির্বাচনে কাজের পুরস্কার পেলেন সায়ন্তিকা। এদিকে, মুর্শিদাবাদের ভগবানগোলাতেও প্রার্থী তালিকা ঘোষণা করল ঘাসফুল শিবির। সেখান থেকে ভোটে লড়ছেন রেয়াত হোসেন সরকার। এদিকে, লোকসভা নির্বাচনে তৃণমূল সব আসনে প্রার্থী ঘোষণা করলেও এখনও বিরোধীরা তা পারেনি। জোট জটের কারণে পিছিয়ে বাম, কংগ্রেস, আইএসএফ। এসবের মাঝে শুক্রবার আরও ২ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। জানা গিয়েছে, ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএমের হয়ে লড়বেনসোনামণি মুর্মু টুডু। আরামবাগের প্রার্থী বিপ্লবকুমার মৈত্র। তবে এখনও অভিষেকের বিরুদ্ধে মুখ ঠিক করতে পারেনি বামেরা। কাঁটা পুরুলিয়াতেও। ফরওয়ার্ড ব্লকের সঙ্গে এখনও যে আসনরফা নিয়ে টানাপোড়েন চলছে, তা কার্যত স্বীকার করে নিইয়েছেন খোদ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।