গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী, দেখতে গেলেন রাজ্যপাল। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদ থেকে সরানো হল দিলীপ ঘোষকে। মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ নোটিস তৃণমূলের। পালটা নয়া দল গড়ার হুংকার নেতার। মহরমের শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা ঝাড়খণ্ডে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৪, আহত অন্তত ১০। অশান্ত মণিপুরে হাজির ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। চোখ রাঙাচ্ছে ডেঙ্গুর বেলাগাম সংক্রমণ।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছেন রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা ৭০-এর কম। রক্তে পটাশিয়ামের মাত্রাও কমেছে। আপাতত বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। এদিন বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। প্রাক্তণ মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। পাশাপাশি টুইটে বর্ষীয়ান রাজনীতিবিদের আরোগ্য প্রার্থণা করেছেন, কুণাল ঘোষ, শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন দলের নেতৃত্বরা। দীর্ঘদিন ধরেই সিওপিডি সমস্যার ভুগছেন বুদ্ধবাবু। বয়সও ৭০ পেরিয়েছে। ফলে রক্তে অক্সিজেন ও পটাশিয়ামের মাত্রা কমে যাওয়ায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা বেশ সংকটজনক বলেই মনে করছেন চিকিৎসকরা। তবে তাঁরা এ প্রসঙ্গে এখনই কিছু বলেননি। গঠন করা হয়েছে ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড।
2. বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদ থেকে সরানো দিলীপ ঘোষকে। পূর্ব পরিকল্পনা মতোই, চব্বিশের লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিক নেতৃত্বে রদবদল ঘটাল বিজেপি। শনিবার সকালে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নতুন কর্মসমিতির তালিকা প্রকাশ করেছেন। সেখানে সর্বভারতীয় সহ-সভাপতি পদে দিলীপ ঘোষের নাম নেই। ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে, এবার হয়তো মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের দাবি, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বিজেপির শীর্ষ নেতৃত্বের নেওয়া। তাঁর মতে, যাঁরা লোকসভা নির্বাচনে অংশ নেবেন, তাঁদের কর্মসমিতিতে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে মনে করছেন বিজেপি সাংসদ। তবে এ প্রসঙ্গে দিলীপ ঘোষকে কটাক্ষ করাতে ছাড়েনি তৃণমূল। প্রাক্তন বিজেপি সাংসদ তথা বাংলার অধুনা মন্ত্রী বাবুল সুপ্রিয়র কথায়, “বাংলা বিজেপির মুখ বন্ধ করে দেওয়া হল।” অন্যদিকে, দিলীপ ঘোষ দুয়ারে সরকারে আসার কথা ভেবে দেখতে পারেন বলে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিকে, কেন্দ্রীয় কমিটির নয়া তালিকায় বাংলার একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন অনুপম হাজরা। কেন্দ্রীয় সম্পাদক পদেই বহাল আছেন তিনি। তাঁর উপর ফের আস্থা রাখার জন্য কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন অনুপম।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।