ভিনরাজ্য থেকেও দেওয়া যাবে ভোট। নয়া ইভিএম যন্ত্র আনার প্রস্তাব নির্বাচন কমিশনের। সাকেত গোখলের গ্রেপ্তারি ‘বেআইনি’। অভিযোগে গুজরাট পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের জাতীয় মানবাধিকার কমিশনের। কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ৮৮ জন প্রাথমিক শিক্ষক। নিয়োগ বেআইনি নয়, প্রমাণ দিতে জমা দিলেন হলফনামা। অরিজিৎ সিং-এর অনুষ্ঠান বাতিল নিয়ে জলঘোলা। বাগনানে অভিনেত্রী খুনে নয়া মোড়। ৫০ লক্ষ টাকার বিমার কারণে হতে পারে খুন। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা।
হেডলাইন:
আরও শুনুন: 27 ডিসেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআই-এর নজরে ৯ ‘মিডলম্যান’ শিক্ষক
বিস্তারিত খবর:
1. চাকরি বাঁচাতে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ৮৮ জন প্রাথমিক শিক্ষক। নিয়োগের বৈধতা প্রমাণ করার জন্য বৃহস্পতিবার আদালতে হলফনামা জমা দিলেন তাঁরা। কী হবে তাঁদের চাকরির ভবিষ্যৎ, সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল।
শিক্ষক নিয়োগ মামলায় প্রচুর দুর্নীতির অভিযোগে তপ্ত রাজ্য রাজনীতি। কলকাতা হাই কোর্টে চলছে একাধিক মামলা। সম্প্রতি বেআইনি নিয়োগের যুক্তিতে ২৬৮ জনকে বরখাস্ত করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শীর্ষ আদালতের নির্দেশ মোতাবেক তাঁদের আদালতে হলফনামা দিয়ে প্রমাণ করতে হবে যে, এই নিয়োগ বেআইনি নয়। সেইমতো ৫৪ জন আদালতে হলফনামা জমা দিয়েছিলেন। তা খতিয়ে দেখে ৫৩ জনের চাকরি বাতিল করে হাই কোর্ট। এবার এই ৮৮ জনের চাকরির ভবিষ্যৎ কী দাঁড়াবে, আগামী সপ্তাহে তার শুনানি।
2. অরিজিৎ সিং-এর অনুষ্ঠাল বাতিল ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে এবার বিরোধী শিবিরকে বিঁধলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ‘সেলিম, দিলীপরা শকুনের রাজনীতি করছেন’, সাফ বক্তব্য কুণালের।
অরিজিতের শো বাতিল ইস্যুতে প্রথমে সোশ্যাল মিডিয়ায় সরব হন তৃণমূল মুখপাত্র। তাঁর দাবি, “অরিজিৎ ‘গেরুয়া’ গেয়েছেন ১৫ ডিসেম্বর। আর তাঁর অনুষ্ঠান বাতিলের পর আগাম জমা পাঁচ লক্ষ টাকা ফেরত গিয়েছে ৮ ডিসেম্বর।” এরপরই কুণালের প্রশ্ন, তাহলে গেরুয়া যুক্তি কী করে আসে? পাশাপাশি তিনি জানিয়েছেন, ইকো পার্কে সলমন খানকে নিয়েও একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। যার আয়োজক ছিলেন বিধাননগরের মেয়রের পুত্র রাজদীপ। সেই অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। এদিন কুণাল ঘোষ আরও জানান, অরিজিৎ সিংয়ের কনসার্টটি হবে অ্যাকোয়াটিকায়। এদিকে পাকিস্তানি গায়ক গুলাম আলির শো বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো টুইট টেনে তৃণমূলকে খোঁচা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কটাক্ষ করেছে বামেরাও। যদিও অনুষ্ঠান বাতিলের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই এদিন দাবি করেছেন কুণাল ঘোষ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।