৩ জানুয়ারি থেকে রাজ্যে চালু হতে পারে কনটেনমেন্ট জোন। কলকাতায় ১৫ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু ৩ জানুয়ারি। নতুন বছরের প্রথম বিদেশ সফর বাতিল প্রধানমন্ত্রীর। গঙ্গাসাগর সফরে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর। তিন দিনের গোয়া-সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
হেডলাইন:
আরও শুনুন: 28 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- দ্বিতীয়বার মেয়র পদে শপথ ফিরহাদের, কলকাতাকে বিশ্বসেরা করাই লক্ষ্য
আরও শুনুন: 27 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- ১ জানুয়ারি থেকে শুরু ১৫ ঊর্ধ্বদের টিকাকরণের রেজিস্ট্রেশন
বিস্তারিত খবর:
1. দেশজুড়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। এখনও পর্যন্ত রাজ্যে ১০ জনের শরীরে মিলেছে এই স্ট্রেন। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, বুধবার একসঙ্গে ৫ জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে একজন বিদেশ ফেরত হলেও চারজনের বিদেশযাত্রার কোনও ইতিহাস নেই। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে ফের বন্ধ করা হতে পারে স্কুল-কলেজ, হতে পারে কনটেনমেন্ট জোনও। সাগরের প্রশাসনিক বৈঠক থেকে তেমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
বুধবার সাগরে দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বৈঠক করেন তিনি। সেখানেই আলোচনা করেন রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে। ওমিক্রন থেকে বাঁচতে প্রত্যেককে সতর্ক হওয়ার বার্তা দেন। প্রত্যেককে মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেন। তিনি বলেন, “করোনার তৃতীয় ঢেউ এসে গিয়েছে। যদি স্কুলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে সেক্ষেত্রে ফের বন্ধ করা হতে পারে স্কুল। একই সিদ্ধান্ত নেওয়া হতে পারে কলেজ-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও।”
পরিস্থিতি বিবেচনা করে কনটেনমেন্ট জোন করারও পরামর্শ দেন। তবে বছরের শেষ ও নতুন বছরের শুরুতে রাজ্যবাসীর বিভিন্ন প্ল্যান থাকে। সেই কারণে ৩ জানুয়ারি থেকে কনটেনমেন্ট জোন করার কথা বলেন তিনি। পাশাপাশি ফের অফিস-কাছারির ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমে জোর দেওয়ার কথাও বলেন। প্রয়োজনে লোকাল ট্রেন নিয়ে ভাবনা চিন্তা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
পাশাপাশি বিদেশ থেকে কলকাতা বিমানবন্দরে নামলে এবার থেকে একাধিক নতুন নিয়ম মেনে চলতে হবে যাত্রীদের। ওমিক্রন রুখতে বিদেশফেরত যাত্রীদের জন্য নয়া কোভিড বিধি জারি করেছে রাজ্য স্বাস্থ্যদপ্তর।
2. ৩-রা জানুয়ারি থেকেই কলকাতায় শুরু হচ্ছে ১৫-১৮ বছর বয়সিদের টিকাকরণ। ১৬টি বরোর ১৬টি স্কুলে টিকাকরণ শুরু হবে। একইসঙ্গে টিকা মিলবে কলকাতার ৩৯টি মেগা সেন্টারেও। অর্থাৎ যেখান থেকে এতদিন কোভ্যাক্সিন দেওয়া হত। টিকা নেওয়ার ক্ষেত্রে কিশোর-কিশোরীদের আধার কার্ড বা স্কুল আইডি কার্ড নিয়ে যাওয়া বাধ্যতামূলক। জানিয়ে দিলেন কলকাতার মেয়র। এর পর স্কুলগুলির আবেদনের ভিত্তিতে টিকাকরণ কর্মসূচির আয়োজন করা হবে। এ প্রসঙ্গে মেয়র পারিষদ অতীন ঘোষ জানিয়েছেন, “কলকাতায় মোট ৫৬৮টি স্কুল রয়েছে। প্রতিটি স্কুলে পর্যায়ক্রমে টিকাকরণ কর্মসূচি করা হবে।” এদিকে ফের বাড়ছে করোনা সংক্রমণ। উদ্বিগ্ন মেয়র এই পরিস্থিতি নিয়ে বৈঠক সারেন। বৈঠক শেষে ফিরহাদ জানান, নিউ মার্কেট, বড়বাজার, গড়িয়াহাটের মতো জনবহুল এলাকাগুলিতে মাইকিং করে মানুষকে সচেতন করার আবেদন জানান। কলকাতাবাসীকে কোভিডবিধি মেনে চলার আবেদনও জানান তিনি। এ প্রসঙ্গে বলতে গিয়ে মেয়র আরও জানান, সচেতনতা বৃদ্ধি করতে লক্ষাধিক মাস্ক বিলি করবে পুরসভা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।