সাংবাদিক তরুণীর ‘শ্লীলতাহানি’র অভিযোগে বেকায়দায় তন্ময় ভট্টাচার্য। পুলিশি তলবে সাড়া, তবে অভিযোগের সত্যতা নিয়ে পালটা বাম নেতার। ‘অভয়া’র সুবিচারের দাবিতে ফের রাজপথ দখল। নিশানায় সিবিআই দপ্তর, কালীপুজোর আগের দিন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। চলতি বছরে হচ্ছে না প্রাথমিক টেট। প্রথমবার আদমসুমারি শুরুর পথে মোদি সরকার। ব্রিকস সম্মেলনে পুতিনকে বিশেষ উপহার মোদির।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. সাংবাদিক তরুণীর ‘শ্লীলতাহানি’র অভিযোগে বেকায়দায় সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। বরানগর থানার পুলিশি তলবে এদিন সাড়া দিলেন তিনি। তদন্তে সহযোগিতা করবেন বলেই জানিয়েছেন তিনি। তবে অভিযোগের সত্যতা নিয়ে পালটা বাম নেতার।
সোমবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর বাড়ি ফিরে সাংবাদিক বৈঠক করেন সিপিএম নেতা। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অসত্য। মহিলা সাংবাদিককে হেনস্থার যে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, তা ‘পরিকল্পিত কুৎসা’ বলেই মনে করছেন তন্ময় ভট্টাচার্য। এদিকে অভিযুক্ত নেতার বিরুদ্ধে দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটি তদন্ত করবে। সেই তদন্ত যত দিন না শেষ হচ্ছে, তত দিন সাসপেন্ড থাকবেন তন্ময়। তবে তদন্ত নিয়ে আলিমুদ্দিন কোনও বিলম্ব চায় না বলেই জানাচ্ছেন রাজ্য সম্পাদকমণ্ডলীর একাধিক নেতা।
2. ‘অভয়া’র সুবিচারের দাবিতে ফের রাজপথ দখল জুনিয়র ডাক্তারদের। এবার কালীপুজোর আগের দিন সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তর ঘেরাও করবেন তাঁরা। প্রয়োজনে সেখানে ধরনাও দিতে পারেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। জুনিয়র ডক্টরস ফ্রন্টের সাফ বক্তব্য, সঞ্জয় রায় একা এমন নারকীয় ঘটনা ঘটাতে পারে না। কলকাতা পুলিশ ও সিবিআইয়ের মধ্যে সমঝোতা হয়েছে। ফলে যে চার্জশিট দেওয়া হয়েছে, তাকে এককথায় নাকচ করছেন অনিকেত-দেবাশিসেরা। এর প্রতিবাদেই বুধবার দুপুর তিনটেয় সিজিও কমপ্লেক্স ঘেরাও করবেন তাঁরা।
৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় বিচার চেয়ে সরব জুনিয়র ডাক্তারেরা। মিছিল, জমায়েত, কর্মবিরতির পর আন্দোলন গড়িয়েছিল অনশন পর্যন্ত। শেষ পর্যন্ত অনশন তুলে নিলেও সম্প্রতি গণ কনভেনশন থেকে আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছিলেন, রাজপথ তাঁরা ছাড়ছেন না। আর সোমবার নিজেদের আগামী কর্মসূচির কথা ঘোষণা করে দিল ডব্লিউবিজেডিএফ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।