বাংলাদেশে হিন্দু নিপীড়ন ইস্যুতে তীব্র নিন্দা মমতার। বাংলাদেশ নিয়ে বৈঠকে মোদি-জয়শংকরও। সন্ন্যাসী চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় মিছিল হিন্দু সমাজের। পুলিশের সঙ্গে বাধল ধুন্ধুমার। হিন্দু নির্যাতনের প্রতিবাদে গর্জে উঠলেন হাসিনাও। এখনই নিষিদ্ধ নয় ইসকন, মামলা খারিজ বাংলাদেশের আদালতে। বিধানসভায় নয়া আইনের প্রস্তাব মুখ্যমন্ত্রীর। রাহুলের মতোই হাতে সংবিধান, ওয়ানড়ের সাংসদ পদে শপথ প্রিয়াঙ্কার।
হেডলাইন:
আরও শুনুন: 26 নভেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- চিন্ময় প্রভুর গ্রেপ্তারিতে ইউনুস সরকারকে কড়া বার্তা দিল্লির
বিস্তারিত খবর:
1. বাংলাদেশে হিন্দু নিপীড়নের ঘটনার তীব্র বিরোধিতা করে কেন্দ্রের পাশে থাকার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে তাঁর সাফ বক্তব্য, “আমার সরকারের নীতি হল, অন্য দেশের ব্যাপার হলে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে একসঙ্গে থাকব। যদি কোনও ধর্মের মানুষের উপর অত্যাচার হয়, আমরা তার তীব্র নিন্দা করি।” যদিও সহযোগিতার কথা বলেও কেন্দ্রকে খোঁচা দিতে ছাড়েননি তিনি। তিনি বলেন, “আমাদের কেন্দ্র সরকারেরও একটা নির্দিষ্ট ধর্ম নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে।” তবে ধর্ম নিয়ে হানাহানি না করে সম্প্রীতিই কাম্য, বোঝালেন মমতা।
এদিকে প্রতিবেশী দেশের এহেন উত্তপ্ত পরিস্থিতিতে বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৃহস্পতিবার বিশেষ বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
2. সনাতন হিন্দুদের উপর ধারাবাহিক নির্যাতনের ঘটনায় উত্তাল বাংলাদেশ। তার প্রতিবাদে শহর কলকাতাতেও প্রতিবাদের ঢেউ। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে দেশদ্রোহ মামলা প্রত্যাহার ও তাঁকে নিঃশর্তে মুক্তির দাবিতে পথে নামল হিন্দু সমাজ। শিয়ালদহ থেকে বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস পর্যন্ত মিছিলে অংশ নেন বহু মানুষ। তবে হাই কমিশনের অফিসের সামনে পুলিশের বাধায় ধুন্ধুমার বাধে।
এদিকে হিন্দু সন্ন্যাসীর মুক্তির দাবিতে এবার সোচ্চার হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনা নিয়েও মুখ খুলেছেন তিনি। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে মুজিবকন্যা তথা দলনেত্রীর বিবৃতি প্রকাশ করেছে আওয়ামি লিগ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।