ত্রিপুরায় বড় জয় বিজেপির। প্রথমবার লড়েই প্রধান বিরোধী আসনে তৃণমূল। নদিয়ায় পথদুর্ঘটনায় মৃত ১৭। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের। আতঙ্ক বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’। রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি কেন্দ্রের। কানপুর টেস্টে চোট নিয়েও লড়াকু ইনিংস ঋদ্ধিমানের।
হেডলাইন:
আরও শুনুন: 27 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- উদ্বেগ বাড়াচ্ছে কোভিডের নয়া স্ট্রেন ওমিক্রন, বৈঠকে প্রধানমন্ত্রী
আরও শুনুন: 26 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- পুরসভায় লড়াইয়ে তৃণমূলের ভরসা অভিজ্ঞতা, প্রার্থী ফিরহাদ-সহ ৬ বিধায়ক
বিস্তারিত খবর:
1. ত্রিপুরা পুরভোটে বড় জয় বিজেপির। প্রায় ৯৯ শতাংশ আসন জিতে নিয়েছে গেরুয়া শিবির। তবে, গেরুয়া শিবিরকে অস্বস্তিতে রাখবে রাজ্য রাজনীতিতে তৃণমূলের উল্কার গতিতে উত্থান। নির্বাচনী ফলাফল বলছে, আগরতলার ৫১টি ওয়ার্ডের মধ্যে ২৫টিতে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। এত অল্প সময়ের মধ্যে অন্য একটি রাজ্যে গিয়ে সংগঠন গড়ে তুলে একাধিক পুরসভায় দ্বিতীয় স্থানে উঠে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
ত্রিপুরার ৩৩৪টি ওয়ার্ডের মধ্যে একপেশে ভাবে ৩২৯টি আসন জিতে নিয়েছে বিজেপি। বামেরা ৩টি, তৃণমূলের ঝুলিতে ১টি এবং প্রদ্যোৎ মাণিক্য দেববর্মনের টিপ্রা মোথা পেয়েছে একটি ওয়ার্ড। ১৩টি পুরসভা এবং ৬টি নগর পঞ্চায়েতই গেরুয়া শিবিরের দখলে এসেছে। প্রসঙ্গত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১২টি আসন জিতেছে বিজেপি। যা দেখে ওয়াকিবহাল মহল বলছে, গত কয়েক বছরে ত্রিপুরায় বামেদের সংগঠন ধূলিসাৎ করে দিয়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই ত্রিপুরায় স্বচ্ছ নির্বাচন হয়নি বলে অভিযোগ তুলেছে তৃণমূল শিবির। তবে ফলাফলের পরই উচ্ছ্বাস প্রকাশ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট, সবে তো শুরু, এবার আসল খেলা হবে।
2. শনিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনা নদিয়ায়। স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বাগদা থেকে একটি মৃতদেহ নিয়ে সৎকার করতে নবদ্বীপে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। রাত দেড়টা নাগাদ শববাহী গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই লরিতে ধাক্কা মারে। অভিযোগ, দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক মদ্যপ ছিলেন। কুয়াশা এবং বেলাগাম গতির কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ১৭ জনের।
নদিয়ার মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়েই টুইটে নিহতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা সাহায্যের কথা ঘোষণা করল কেন্দ্র। আহতদের পরিবার পিছু দেওয়া হবে ৫০ হাজার টাকা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।