দেশে ‘ইন্ডিয়া’র শরিক, তবে বাংলায় লড়বে তৃণমূলই। দেগঙ্গার সভা থেকে জোট নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মমতা। আসন রফা নিয়ে বার্তা বাম-কংগ্রেসকেও। লোকসভার আগে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া মমতা। উত্তর ২৪ পরগনায় গড়লেন নয়া কোর কমিটি। ক্রিসমাস কার্নিভ্যাল নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা হাওড়ায়। আর্থিক প্রতারণা মামলায় ইডির রাডারে প্রিয়াঙ্কা গান্ধী। ফের চোখ রাঙাচ্ছে করোনা। স্বস্তি কাতারে বন্দি ৮ ভারতীয়র। ফাঁসি রদ, কারাবাসের সাজা শোনানো হল প্রাক্তন নৌসেনা কর্মীদের।
হেডলাইন:
আরও শুনুন: 26 ডিসেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- কোর কমিটি ভেঙে নয়া কমিটি গঠন, শাহি সফরে বড় রদবদল বঙ্গবিজেপিতে
বিস্তারিত খবর:
1. চব্বিশের লোকসভা ভোটে গোটা দেশে লড়াই হবে ইন্ডিয়ার ব্যানারে। তবে বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়বে তৃণমূলই। দেগঙ্গার সভা থেকে জোট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ইন্ডিয়া জোটে তৃণমূলের শরিক কংগ্রেস এবং সিপিএম। বামেদের সঙ্গে রাজ্যে তৃণমূলের কোনওরকম সমঝোতা যে হবে না, সেটা আগেই স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী। আর এদিন দেগঙ্গার সভা থেকে কংগ্রেসকেও যেন বার্তা দিয়ে গেলেন মমতা। যদিও ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকে বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটের একটি রফাসূত্র দিয়েছিলেন তৃণমূল নেত্রী নিজেই। কংগ্রেসকে দুটি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। একই সঙ্গে জোট চূড়ান্ত করার জন্য ৩১ ডিসেম্বরের ডেডলাইনও দিয়েছিলেন। অবশ্য সে বিষয়ে আর বিশেষ অগ্রগতি হয়নি। এরই মধ্যে মমতা সাফ জানিয়ে দিলেন, “ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে। আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়বে। বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে। সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে। তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনও দল নয়।” পাশাপাশি এদিন জ্যোতিপ্রিয়র গ্রেপ্তার ইস্যু টেনে একযোগে বাম-বিজেপি ও কংগ্রেসকেও তোপ দাগলেন তৃণমূল নেত্রী, যে ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
2. পাখির চোখ লোকসভা নির্বাচন। তার আগে গোষ্ঠীকোন্দল রুখতে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠীকোন্দলের অভিযোগে দীর্ণ উত্তর ২৪ পরগনায় গিয়ে, দেগঙ্গার দলীয় কর্মিসভার মঞ্চ থেকে তিনি সাফ বললেন, “কোনও ঝগড়া বরদাস্ত করব না। আমি শুনছি কেউ কেউ অনেক বড় হয়ে গিয়েছেন। পার্টির কথা মনে রাখছেন না। তৃণমূলে থেকে নিজেকে নয়, মানুষের সেবা করতে হবে।” পুরনো এবং নতুন নেতাদের মিলেমিশে কাজ করার বার্তা দেওয়ার পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন নেত্রী। মন্ত্রীদেরও নির্দেশ দিয়েছেন জেলায় বেশি করে ঘুরে মানুষের সমস্যার দিকে নজর দেওয়ার জন্য। শুধু তাই নয়, গোষ্ঠীকোন্দল রুখতে লোকসভা ভোটের আগে উত্তর ২৪ পরগনা জেলায় নতুন কোর কমিটি তৈরি করলেন মমতা। সংগঠনের কাজকর্ম নিয়ে ১০ দিন পর পর সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কেই রিপোর্ট দেবে এই কমিটি, এমনই নির্দেশ নেত্রীর। আর এতেই রাজনৈতিক মহলের একাংশের মত, মতুয়া ইস্যু থেকে শুরু করে একাধিক গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত উত্তর ২৪ পরগনায় সংগঠনের রাশ নিজের হাতেই রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একইসঙ্গে বিজেপির নাগরিকত্ব রাজনীতি নিয়েও এদিন মতুয়াদের সতর্ক করে দিলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর দাবি, মতুয়াদের জন্য তৃণমূল ছাড়া কেউ কিছুই করেনি, কিন্তু ভোট এলেই নাগরিকত্ব নিয়ে রাজনীতি করে বিজেপি। মতুয়ারা প্রত্যেকেই নাগরিক, এ কথা মনে করিয়ে দিয়ে তিনি আরও বলেন, সমাজে ভেদাভেদ তৈরি করতেই নাগরিকত্ব আইনের নামে ছলনা করতে চাইছে বিজেপি। লোকসভা নির্বাচনে মতুয়া ভোটের গুরুত্ব বিবেচনা করে এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।