পুজোর মুখে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উচ্চ প্রাথমিকে ১৪ হাজার পদে শিক্ষক নিয়োগ। কাউন্সেলিং-এর দিনক্ষণ ঘোষণা কাউন্সিলের। মহালয়ায় ফের মহা সমাবেশের ডাক। ‘অভয়া’র জন্য পথে নামছেন জুনিয়র ডাক্তাররা। উত্তরপ্রদেশে নরবলি। স্কুলের সম্মান ফেরাতে খুন দ্বিতীয় শ্রেণির পড়ুয়াকে। বেআইনি নির্মাণের অভিযোগে বেকায়দায় সন্দীপ ঘোষ। বানভাসি বাংলায় বিপদ বাড়াচ্ছে লাগাতার বৃষ্টি।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. পুজোর আগেই হাসি ফুটছে চাকরিপ্রার্থীদের মুখে। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য প্যানেল প্রকাশিত হয়েছিল আগেই। আর শুক্রবার নিয়োগ প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে দেওয়ার জন্য কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করা হল। পুজোর আগেই শুরু হচ্ছে কাউন্সেলিং। স্কুল সার্ভিস কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ৩ অক্টোবর থেকে কাউন্সেলিং হবে। পুজোর আগে দুদিন, ৩ ও ৪ অক্টোবর হবে কাউন্সেলিং। তার পর আবার অক্টোবরের শেষ সপ্তাহে। কমিশনের ঘোষণা অনুযায়ী, শূন্যপদের সংখ্যা ১৪,৩৩৯। তবে হাই কোর্টের নির্দেশে ১৪ হাজার ৫২ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। ফলে এই প্রার্থীদের নিয়োগের পরও থাকবে কয়েকটি শূন্যপদ।
2. আর জি কর কাণ্ডের বিচার চেয়ে উৎসবের মরশুমেও পথে নামার ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার এসএসকেএমের গণ কনভেনশন থেকে সেই কর্মসূচিকেই গুরুত্ব দিয়ে মহালয়ার দিন মহা সমাবেশের ডাক দিলেন তাঁরা। আর জি করের জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার জানান, ২ তারিখ দুপুর ১টা থেকে মহামিছিলের পর ধর্মতলায় মহাসমাবেশ হবে।
শুক্রবারের গণ কনভেনশনে সমাজের সর্বস্তরের মানুষজনের মতামত সংগ্রহ করেছেন উদ্যোক্তারা। বিচারের দাবিতে সোচ্চার সিনিয়র চিকিৎসকরাও। হাসপাতালগুলির হুমকি সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি তাঁদের বক্তব্য, সিবিআইয়ের দেওয়া খামের তথ্য দেখে প্রধান বিচারপতিও বিচলিত হয়ে পড়েছিলেন। খামে কী রয়েছে তা যদি জানানো হত, তবে পশ্চিমবঙ্গের ১০ কোটি মানুষের বিচলিত হওয়ার কারণ হয়তো কিছুটা কমত। তাঁদের আন্দোলনে শামিল হওয়ার জন্য সাধারণ মানুষকেও আহ্বান করেছেন জুনিয়র ডাক্তাররা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।