অস্ট্রেলিয়ান ওপেনে ভারতের বিজয়কেতন। ম্যাথু এবডেনের সঙ্গে ইতিহাস রোহন বোপন্নার। প্রবীণতম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির। প্রয়াত টলিউড অভিনেত্রী শ্রীলা মজুমদার। অভিনেত্রীর প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী। কলকাতা হাইকোর্টে বিচারপতি সংঘাতে নয়া মোড়। মেডিক্যাল মামলায় বিচারপ্রক্রিয়ায় সুপ্রিম স্থগিতাদেশ। বংলায় ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র রুট বদল। যাত্রায় হামলার আশঙ্কা, নিরাপত্তা চেয়ে মমতাকে চিঠি খাড়গের।
হেডলাইন:
আরও শুনুন: 26 জানুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- হাই কোর্টে বেনজির সংঘাত বিচারপতিদের, হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের
আরও শুনুন: 25 জানুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- চোট নিয়েও জেলা সফরে মুখ্যমন্ত্রী, ৫ দিনে ঘুরবেন বাংলার ৮ জেলা
বিস্তারিত খবর:
1. অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের বিজয়কেতন। কেরিয়ারের শেষলগ্নে এসে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রোহন বোপান্না। শনিবার ম্যাথু এবডেনকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিলেন ভারতের টেনিস তারকা। অস্ট্রেলিয়ায় জিতে প্রবীণতম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির গড়লেন রোহন বোপান্না। ফাইনালে বোপন্না-এবডেন ইটালিয়ান জুটি সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে হারিয়ে খেতাব জিতে নেন।
কিছুদিন আগেই অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল পৌঁছে ইতিহাস গড়েছিলেন। সবচেয়ে বেশি বয়সে ডাবলসে বিশ্বের এক নম্বর হওয়ার রেকর্ড ঝুলিতে ভরে ফেলেছিলেন তিনি। তার পরই পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন ৪৩ বছরের তারকা। আর শনিবার জিতে নিলেন ক্যারিয়ারের অন্যতম সেরা খেতাব।
2. ক্যানসারের কাছে হার মানল জীবন। দীর্ঘ রোগ ভোগের পর প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার। শনিবার অভিনেত্রীর মৃত্যুর খবর পাওয়া মাত্র শোকের ছায়া নেমে আসে টলিউডের অন্দরমহলে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারকে জানিয়েছেন সমবেদনা। মৃণাল সেনের ‘পরশুরাম’-এর মাধ্যমে সিনেমার জগতে নিজের সফর শুরু করেন শ্রীলা মজুমদার। তার পর ‘একদিন প্রতিদিন’, ‘আকালের সন্ধানে’, ‘খারিজ’, ‘চোখ’-এর মতো বহু সিনেমায় নিজের অভিনয় করেছেন। অভিনেত্রীর শেষ ছবি ‘পালান’। তিন বছরেরও বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন শ্রীলা মজুমদার। গত ১৩ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত টাটা মেডিক্যাল ক্যানসার সেন্টারে ভর্তি ছিলেন। পরে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রীলা মজুমদার। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন টলিউডের নামীদামী তারকা, পরিচালক সকলেই।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।