মিটল রাজ্যের ১০৮টি পুরসভার ভোট। বিক্ষিপ্ত ভাবে অশান্তির খবর। যুদ্ধ এখনও জারি। তবে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি রাশিয়া। জেলেনস্কির ফোনের পর যুদ্ধবিরোধী অবস্থান আরও জোরাল করল ভারত। সিটকে সাহায্যের আশ্বাস নিহত ছাত্রনেতা আনিসের পরিবারের। দেশের দৈনিক করোনা পরিসংখ্যানে স্বস্তি। কোহলির শততম টেস্ট ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামেই।
হেডলাইন:
আরও শুনুন: 26 ফেব্রুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- ‘রাজনৈতিক সহায়তা’ চেয়ে মোদিকে ফোন ইউক্রেনের প্রেসিডেন্টের
বিস্তারিত খবর:
1. মিটল রাজ্যের ২০টি জেলার ১০৮টি পুরসভার নির্বাচন। তবে বেশ কয়েকটি জায়গা থেকে বিচ্ছিন্ন ভাবে অশান্তির খবর মিলেছে। পুরভোটে সামগ্রিকভাবে ভোট পড়েছে ৭৬ শতাংশ। যা অন্যবারের তুলনায় সামান্য কম বলেই জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। রবিবার সাংবাদিক বৈঠক করে তিনি বিবৃতি দেন, বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। তবে মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে ভোট। গুলি চালনার ঘটনা ঘটেনি। অশান্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে।
তবে পুরভোটের বিকেলে কার্যত রণক্ষেত্রের রূপ নেয় ২৪ পরগনার কামারহাটি এলাকা। চলে গুলিও। গুলিবিদ্ধ হন কামারহাটি ফাঁড়ির এক এএসআই। সকাল থেকেই অশান্তি লেগেছিল কামারহাটিতে। সেখানকার ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুরে সকাল থেকে শুরু হয় গন্ডগোল। পুলিশের স্টিকার লাগানো গাড়ি চেপে ভোটের দিন বহিরাগতরা ঢুকেছে বলে অভিযোগ তুলে গাড়ি এবং বাইকে ব্যাপক ভাঙচুর চালায় স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে পালটা লাঠিচার্জ করে পুলিশ। এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয় বেশ কয়েকটি বোমা । এখনও পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে।
অশান্তির ছায়া ভাটপাড়াতেও। সেখানে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। অর্জুন সিংয়ের দাবি, বুথ দখল করে ভোট চলার খবর পেয়ে ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডে পৌঁছন অর্জুন সিং। সেখানে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বারাকপুরের বিজেপি সাংসদ। ঊর্দিধারীদের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিও হয়। সেই সময় প্রতিরোধ গড়তে এগিয়ে আসেন তৃণমূল কর্মীরা। তাঁদের মধ্যে একজনকে অর্জুন সিং চড় মারেন বলেই অভিযোগ। ঊর্দিধারীদের লক্ষ্য করে ইটও ছোঁড়া হয়। জখম হন এক পুলিশকর্মী। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ।
পুরভোটকে কেন্দ্র করে অশান্তি হয়েছে উত্তর দিনাজপুরের ডালখোলাতেও। টিটাগড়, রামপুরহাট, বারাসত, উত্তর বারাকপুর, মহেশতলা, মুর্শিদাবাদ-সহ বহু জায়গাতেই অশান্তির খবর মিলেছে। বহরমপুরের ২৬ নম্বর ওয়ার্ডে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তৃণমূলের বিরুদ্ধে রাজ্যজুড়ে তাণ্ডব চালানোর অভিযোগ তোলেন তিনি।
আগামী ২ মার্চ পুরভোটের ফলপ্রকাশ। তার আগে পুরভোটে সন্ত্রাস, হিংসার অভিযোগ তুলে সোমবার ১২ ঘণ্টা বাংলা বন্ধের ডাক দিল বঙ্গ বিজেপি। রবিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে জানালেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। অন্যদিকে, নির্বাচন পরবর্তীতে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে সোমবার সকালে রাজভবনে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
2. চতুর্থদিনে পা দিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। দু’পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে আলোচনার প্রস্তাব দিল রাশিয়া। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে রাশিয়ার আহ্বান মেনে তাদেরই প্রস্তাবিত জায়গায় আলোচনায় বসতে রাজি হল ইউক্রেন। কিয়েভের সংবাদমাধ্যম সূত্রে খবর, বেলারুশেই রাশিয়া-ইউক্রেন বৈঠক হবে। রবিবার সন্ধ্যায় এই খবর নিশ্চিত হতেই বেলারুশের প্রেসিডেন্ট ফোন করে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিকে। তবে কি যুদ্ধ শেষের পথে? আশায় বুক বাঁধছেন আমজনতা।
রবিবার সমঝোতা বৈঠক নিয়ে বার্তা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে বেলারুশে আলোচনার টেবিলে বসতে চায় মস্কো। তবে প্রাথমিক ভাবে এই আলোচনাস্থল নিয়ে আপত্তি ছিল কিয়েভের। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির তরফে জানানো হয়েছিল, মস্কোর সঙ্গে আলোচনা নিয়ে আগ্রহী তারা। কিন্তু কোনও পরিস্থিতিতে বেলারুশে বৈঠকে বসবে না তারা। কারণ রাশিয়ার আগ্রাসনে সাহায্য করেছে বেলারুশ। তাদের সীমান্ত দিয়ে কিয়েভে হামলা চালিয়েছে পুতিন বাহিনী। তবে সে সব আপত্তি উড়িয়ে শেষপর্যন্ত রাশিয়া প্রস্তাবিত বেলারুশেই আলোচনায় বসতে রাজি হয়েছে ইউক্রেন।
শনিবারও রাতভর ইউক্রেনের একাধিক শহরে আকাশপথে হামলা চালিয়েছে পুতিন বাহিনী। উড়িয়ে দেওয়া হয়েছে খারকভের গ্যাসের পাইপলাইন। কিয়েভের তেলভাণ্ডারেও আঘাত হেনেছে তারা। রবিবার বেলার দিকে খারকভ শহরও মস্কো বাহিনী দখল করেছে বলে দাবি করেছে রুশ মিডিয়া। যদিও সে কথা মানতে নারাজ ইউক্রেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, যেহেতু আমেরিকা-সহ ন্যাটো সামরিক জোটের কোনও দেশই সেনা পাঠায়নি, তাই সহজেই ইউক্রেন দখল করে নেবে রাশিয়া। কিন্তু সেই জল্পনাকে নস্যাৎ করে দিয়েছে ইউক্রেনের সেনা। প্রথম থেকেই তারা পালটা আঘাত শানিয়েছে। এই অভাবনীয় প্রতিরোধে বেকায়দায় পুতিন। রবিবার খারকভের গভর্নর দাবি করলেন, রুশ সেনার থেকে খারকভ পুনরুদ্ধার করেছে ইউক্রেনের সেনা। সংবাদ সংস্থা এএফপি সূত্রে একথা জানা গিয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।