পুজো মিটতেই ফের সক্রিয় ইডি। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি সহ ৮ জায়গায় দিনভর তল্লাশি। পালটা বিজেপির বিরুদ্ধে FIR করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতার। কেন্দ্রীয় সংস্থার অতিসক্রিয়তা নিয়ে ফের সরব মমতা। বিশ্বভারতীর নামফলকে ফেরাতে হবে রবীন্দ্রনাথের নাম। মমতার হুশিয়ারিতে সিদ্ধান্ত বদল কর্তৃপক্ষের। জাতীয় দলের তকমা ফেরাতে তৎপর মুখ্যমন্ত্রী। টাকার বদলে প্রশ্ন ইস্যুতে আরও বিপাকে মহুয়া। ভোটমুখী রাজস্থানে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। তীব্র বিরোধিতা হাত শিবিরের।
হেডলাইন:
আরও শুনুন: 24 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- পুজো শেষে দেবীর বিদায়, টুইটে বিজয়া দশমীর শুভেচ্ছা মোদি-মমতার
বিস্তারিত খবর:
1. পুজো মিটতেই দুর্নীতির তদন্তে ফের সক্রিয় ইডি। বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন অঞ্চলের মোট ৮ টি জায়গায় তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তালিকায়, রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর আপ্ত সহায়কের একাধিক বাড়ি রয়েছে। এছাড়াও রয়েছে হাওড়ায় মন্ত্রী ঘনিষ্ঠ অভিজিৎ দাস নামে এক ব্যক্তির বাড়িও। এদিন সকালেই জ্যোতিপ্রিয়-র বাড়িতে পৌঁছে যায় ইডি। সেখানে টানা আট ঘন্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি। তবে এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ। তাঁর রক্তে শর্করার মাত্রা অনেকটাই বেশি। তাই মন্ত্রীর বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা ইডি তল্লাশির নামে পরিকল্পনামাফিক মানসিক চাপ তৈরি করা হচ্ছে বলেই অভিযোগ। মানসিক চাপে জ্যোতিপ্রিয় আরও অসুস্থ হয়ে পড়তে পারেন, এমনকী তাঁর মৃত্যুর আশঙ্কাও করেছেন মমতা। অঘটন ঘটলে বিজেপির বিরুদ্ধে এফআইআর করা হবে বলেই চরম হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে পুজোর আবহে রাজ্যের অন্যান্য মন্ত্রীর বাড়িতে তল্লাশি নিয়েও এদিন সুর চড়ান মমতা। তল্লাশির নামে রান্নাঘর তছনছ, জামাকাপড়ের ছবি তুলেছে ইডি, এই অভিযোগও এনেছেন বাংলার মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, একইসঙ্গে এদিন বিজেপিকেও একহাত নিয়েছেন মমতা। স্রেফ বাংলার নেতা-মন্ত্রীদেরই টার্গেট করা হচ্ছে বলেই দাবি তাঁর। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কেন বিজেপি নেতাদের বাড়িতে তল্লাশি হচ্ছে না? নাম না করে বিজেপি নেতাদের ‘ডাকাত’ বলেও সম্বোধন করেন তিনি। এতদিন রাজ্যের নেতা-মন্ত্রীদের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী দলের হানা নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে শাসকদল অন্যান্য নেতাদের। তবে এবার সরাসরি এই ইস্যুতে বিজেপিকে তুলোধনা করলেন খোদ তৃনমূল সুপ্রিমো।
2. কেন্দ্রীয় সংস্থার অতিসক্রিয়তা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন থেকে সরাসরি বিচার ব্যবস্থার দিকে আঙুল তুললেন মখ্যমন্ত্রী। তাঁর কথায়, “বিচারবিভাগকে সম্মান করি। সুপ্রিম কোর্ট নিয়ে কিছু বলব না। কিন্তু নিম্ন আদালতে বিজেপির সদর দপ্তর থেকে নির্দেশ আসছে। সেখান থেকে ড্রাফটিং আসে।” এ প্রসঙ্গে তিনি কটাক্ষের সুরে বলেন, “কিছু বললেই বিজেপি বলে, ‘আমরা তো কিছু করিনি। আদালত বলেছে’।” মমতার আরও দাবি, “ওদের কথা না শুনলে সরিয়ে দেবে। চিফ জাস্টিস হতে চাইলে ৭৫ দিন নষ্ট করে দেবে।” একইসঙ্গে পুলিশ কর্তা, প্রধান বিচারপতিদের আঞ্চলিক ভাষা জানার পক্ষেও সওয়াল করেন বাংলার মুখ্যমন্ত্রী। অন্যদিকে এদিন দুর্গাপুজোয় রাজনীতি নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাঁকে। এদিন বিজেপি শীর্ষ নেতৃত্বের উপর ক্ষোভ উগরে মমতা বলেন, “ওরা আগে বলত, তৃণমূল বাংলায় দুর্গাপুজো করতে দেয় না। আমরা পুজোকে প্রোমোট করে করে ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে এলাম। আর যেই ইউনেস্কো আমাদের হেরিটেজ ঘোষণা করে দিল, অমনি এখানে এসে ওদের নেতা বলল তৃণমূল অসুর। ওদের বিনাশ করতে হবে।” এদিকে বৃহস্পতিবার রেড রোডে বর্ণাঢ্য কার্নিভ্যাল আয়োজিত হতে চলেছে। মুখ্যমন্ত্রীর দাবি, বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ার অন্যতম কারণ এই কার্নিভ্যালও। অথচ ঠিক এই সময়ই কেন্দ্রীয় এজেন্সি পাঠিয়ে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে মোদি সরকার। নেতা-মন্ত্রীদের বাড়িতে হানা দিচ্ছে ইডি। যার জেরে কার্নিভ্য়াল আয়োজনেও সমস্যা হচ্ছে। এমন প্রতিহিংসার রাজনীতির তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।