চিন্ময় প্রভুর গ্রেপ্তারিতে ‘উদ্বিগ্ন’ ভারত। ইউনুস সরকারকে কড়া বার্তা দিল্লির। নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো মমতার। বিধানসভায় ‘থ্রেট কালচার’ প্রসঙ্গ। সচিব ও স্পিকারের বিরুদ্ধে নালিশ বিজেপির। খারিজ ব্যালটে ভোটের আর্জি। ইভিএম কারচুপি নিয়ে জনস্বার্থ মামলায় রায় শীর্ষ আদালতের।
হেডলাইন:
আরও শুনুন: 25 নভেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- নিয়োগ দুর্নীতিতে ইডি মামলায় জামিন অর্পিতার, তবে জেলেই পার্থ
বিস্তারিত খবর:
১/ ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারিকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশ। এবার সে প্রসঙ্গেই উদ্বেগ প্রকাশ করল ভারত। সোমবার বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের প্রতিনিধি ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকায়। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেছে ইউনুস সরকার। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে প্রতিবেশী দেশ। এই ইস্যুতে এবার সরব হল নয়াদিল্লিও। বাংলাদেশের উদ্দেশে জারি বিদেশমন্ত্রকের বার্তায় স্পষ্টই সে-দেশের সংখ্যালঘুদের উপর হওয়া নির্যাতন নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, ‘এই গ্রেপ্তারি ও জামিন না পাওয়া এটাই স্পষ্ট করে, বাংলাদেশ মৌলবাদীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে এবং লাগাতার সেখানে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে। আমরা বাংলাদেশ প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি বাংলাদেশে বসবাসকারী হিন্দু ও অন্যান্য সকল বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। শুধু তাই নয়, তাদের শান্তিপূর্ণ সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার সুনিশ্চিত করুক বাংলাদেশ প্রশাসন।’ গ্রেপ্তারির ঘটনা প্রকাশ্যে আসার পরই মঙ্গলবার সকালে এই ইস্যুতে কড়া বার্তা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিদেশমন্ত্রী এস জয়শংকরকে এই বিষয়ে হস্তক্ষেপের দাবি জানান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এবার ইস্যুতে বাংলাদেশকে কড়া বার্তাই দিল নয়াদিল্লি। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এই বার্তা যে রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ,এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
২/ উপনির্বাচনে নৈহাটি এবং ব্যারাকপুরে জোড়া জয়ের আবহে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। শোনালেন ৫ বছর আগেকার স্মৃতিকথা। রাজনৈতিক মহলের একাংশের মত, ভাটপাড়া সংলগ্ন নৈহাটিতে পুজো দিয়ে আসলে অর্জুন সিংকেই নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার উন্নয়নে একগুচ্ছ ঘোষণা করেন তিনি। উপনির্বাচনে জয়ের জন্য জনতাকে কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘নৈহাটি ও ভাটপাড়া হাসপাতালে ওপিডি করা হবে। বড়মার মন্দিরের কাছে একটি পুলিশ ফাঁড়ি হবে। এখানে যে ফেরিঘাট আছে, তার সংস্কারের কাজ হবে। ঘাটের নাম হবে বড়মার নামে।’ সাংসদ তহবিল থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হল বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।