শাহজাহানের গ্রেপ্তারিতে বাধা নেই পুলিশের, জানাল হাইকোর্ট। ৭ দিনের মধ্যেই গ্রেপ্তার, দাবি কুণালের। দিল্লিকে নিশানা করে কটাক্ষ তৃণমূলের। করোনায় মৃত্যু খাস কলকাতার যুবকের। তৃণমূলের ব্রিগেডের পালটা ১০ মার্চ সন্দেশখালিতে সভার ডাক বামেদের। জ্ঞানবাপীতে পুজোয় বাধা নেই। মসজিদ কর্তৃপক্ষের আবেদন খারিজ এলাহাবাদ হাই কোর্টে। প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাস। ইংল্যান্ডকে নতজানু করে সিরিজ জয় ইন্ডিয়ার।
হেডলাইন:
আরও শুনুন: 25 ফেব্রুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, লোকসভার আগে ব্রিগেডে সভা তৃণমূলের
আরও শুনুন: 24 ফেব্রুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- ছদ্মবেশে সন্দেশখালিতে মিনাক্ষী মুখোপাধ্যায়, পথ আটকাল পুলিশ
বিস্তারিত খবর:
1. শাহজাহান ইস্যুতে অবস্থান স্পষ্ট করল কলকাতা হাই কোর্ট। সোমবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানিয়ে দিলেন, সন্দেশখালি মামলায় কোনও স্থগিতাদেশ নেই। অর্থাৎ শাহজাহানকে গ্রেপ্তারিতে কোনও বাধা নেই পুলিশের। বিচারপতির কথায়, ইডির মামলায় সিট গঠনে স্থগিতাদেশ ছিল। কিন্তু পুলিশের গ্রেপ্তারিতে কোনও বাধা নেই। পাশাপাশি শাহজাহানকে সন্দেশখালি মামলায় যুক্ত করার নির্দেশও দেন বিচারপতি। রেজিস্ট্রারকে সর্বাধিক প্রচারিত সংবাধমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নোটিস জারির নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি, শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে আদালতের বাধার মথা বলেছিলেন অভিষেক। এদিন আদালতের নির্দেশের পর, এ বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আইনি জটিলতার কথা বলেছিলেন, তা একেবারে সঠিক। পাশাপাশি তিনি এও বলেন, হাই কোর্টের জট কাটায় এবার ৭ দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে শাহজাহানকে। একইসঙ্গে কুণালের দাবি, সন্দেশখালিতে অশান্তি জিইয়ে রাখার নির্দেশ দিল্লি থেকে আসছে। নিশানা করেন প্রধানমন্ত্রীর বঙ্গসফরকেও। তাঁর আরও দাবি, অভিষেকের জন্যই নড়েচড়ে বসেছে কোর্ট। আপাতত দু-মাস ধরে নিখোঁজ থাকা তৃণমূল নেতা আগামী কতদিনের মধ্যে গ্রেপ্তার হন সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।
2. ফের করোনা আতঙ্ক বাংলায়। করোনার মৃত্যু হল খাস কলকাতার এক যুবকের। জানা গিয়েছে, ওই যুবকের নাম আশিস হালদার। ববছর ২৪-র ওই যুবক বিগত কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন। পরবর্তীতে দেখা দেয় শ্বাসকষ্টের সমস্যা। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাঁকে ভর্তি করা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে। এর পর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট আসে পজিটিভ। যুবককে নিয়ে যাওয়া হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। রবিবার সেখানেই মৃত্যু হয় তাঁর। পরিবার সূত্রে খবর, যুবকের দেহ নিয়ে টানাপোড়েন তৈরি হয়। পরিবার দেহ চাইলে হাসপাতাল দেওয়া যাবে না বলে জানায়। তা নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলে। শেষমেশ ১৬ ঘণ্টা পর সোমবার দুপুরে কলকাতা পুরসভার গাড়িতে দেহ পাঠানো হয় ধাপায়। নতুন করে করোনায় মৃত্যুতে আতঙ্ক সৃষ্টি করেছে এলাকায়। এক্ষেত্রে আমজনতাকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।