কলকাতা বিমানবন্দরে হদিশ মিলল করোনা আক্রান্তের। মঙ্গলে মক ড্রিল শহরের তিন হাসপাতালে। কোভিড মোকাবিলার পন্থা নির্ধারণে বৈঠকে স্বাস্থ্যকর্তারা। রাজ্যে শুরু বন্দে-ভারত এক্সপ্রেসের দৌড়। হাওড়া স্টেশন থেকে পরীক্ষামূলক যাত্রা দ্রুতগামী এক্সপ্রেসের। এনজেপি পর্যন্ত সপ্তাহে ৬ দিন চলবে এই এক্সপ্রেস। অনুব্রত মামলায় ইডির আরজিতেই সায়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু-রহস্যে নয়া মোড়। খুন করা হয়েছে অভিনেতাকে। মৃতদেহের গলায় ছিল দাগ, শরীরে ক্ষত চিহ্ন। চাঞ্চল্যকর দাবি মর্গের কর্মীর।
হেডলাইন:
আরও শুনুন: 25 ডিসেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- ‘বাংলার দত্তকপুত্র’ হিসাবে দিলেন পরিচয়, রাজ্যের প্রশংসায় রাজ্যপাল
বিস্তারিত খবর:
1. এবার কলকাতাতেও নতুন করে করোনা আক্রান্তের হদিশ মিলল। সোমবার কলকাতা বিমানবন্দরে আরটিপিসিআর পরীক্ষায় এক ব্রিটিশ মহিলার শরীরে ধরা পড়ল করোনার জীবাণু। সঙ্গে সঙ্গে তাঁকে ভরতি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। জানা গিয়েছে, তিনি কুয়ালালামপুর থেকে কলকাতা হয়ে বুদ্ধগয়া যাচ্ছিলেন। মাঝে কলকাতায় কোভিড পজিটিভ হওয়ায় তিনি এখন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই থাকবেন। তবে কোভিড পজিটিভ ব্রিটিশ মহিলার শরীরে নতুন ভ্যারিয়েন্ট BF.7-এর জীবাণু বাসা বেঁধেছে কিনা, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তা জিনোম সিকোয়েন্সিং পরীক্ষার পরই জানা যাবে। একইসঙ্গে ওই বিমানে থাকা অন্যান্য যাত্রীদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। সূত্রের খবর, গত শনিবার দুবাই থেকে কলকাতায় ফেরা এক ব্যক্তিও করোনা আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে কলকাতায় নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২। এদিকে করোনার চতুর্থ ঢেউকে রুখতে যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে রাজ্যে। রাজ্যের সমস্ত হাসপাতালকে সতর্ক করেছে কেন্দ্র। মঙ্গলবার থেকে শহরের তিন হাসপাতাল বেলেঘাটা আইডি, এমআর বাঙ্গুর এবং শম্ভুনাথ পণ্ডিতে মক ড্রিল করা হবে। করোনার জন্য আলাদা পোর্টাল তৈরি হচ্ছে রাজ্যে। পরীক্ষায় জোর দিতে দেড় লক্ষ কিট কিনছে রাজ্য সরকার। হাসপাতালের সমস্ত যন্ত্র ও চিকিৎসকদের তৈরি থাকতে বলা হয়েছে। সোমবার এই নিয়ে বৈঠকও করেন রাজ্যের স্বাস্থ্যকর্তারা। সব মিলিয়ে কেন্দ্রের নির্দেশিকা মেনে করোনা মোকাবিলায় কোমর বেঁধেই তৈরি রাজ্য।
2. রাজ্যে পরীক্ষামূলক যাত্রা শুরু বন্দে-ভারত এক্সপ্রেসের। এদিন হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু হয় এক্সপ্রেসটির। রামপুরহাট স্টেশনে মিনিট দুয়েকের জন্য ট্রেন দাঁড়ালে তা দেখতে ভিড় জমান স্থানীয়রা। এক্সপ্রেসের সর্বোচ্চ গতি হতে পারে ১৮০ কিমি প্রতি ঘণ্টায়। তবে পরীক্ষামূলক যাত্রায় প্রতি ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিমি বেগেই তা ছুটছে। হিসাবমতো এই দ্রুতগামী এক্সপ্রেসের দৌলতে ৮ ঘণ্টাতেই এনজেপি পৌঁছাতে পারবেন যাত্রীরা। সপ্তাহে ৬ দিন হাওড়া স্টেশন থেকে ছাড়বে এই ১৬ বগির ট্রেন। ৩০ ডিসেম্বর এই এক্সপ্রেসের যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই রাজ্যে হয়ে গেল ট্রায়াল রান।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।