‘তরজা করুন, আমরা উন্নয়ন করব।’ ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা প্রকাশের মঞ্চ থেকে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। প্রকাশিত মমতার নতুন গানের অ্যালবামও। ‘পুজোর জন্য রাস্তা বন্ধ করা যাবে না।’ চেতলা অগ্রণীতে প্রতিমার চক্ষুদানের পর ফিরহাদকে বার্তা মমতার। ভারচুয়ালি উদ্বোধন করলেন জেলার ২৫৩টি পুজো। অবশেষে আন্দোলন প্রত্যাহার করলেন কুড়মিরা। প্রাথমিকে শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনের মধ্যেই পরপর ৫ চাকরিপ্রার্থীর রহস্যমৃত্যু।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা প্রকাশের পাশাপাশি এ বছরের পুজোয় প্রকাশ পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের নতুন অ্যালবাম। রবিবার নজরুল মঞ্চ থেকে উৎসব সংখ্যা প্রকাশের অনুষ্ঠানে নাম না করে বিজেপিকে কটাক্ষ করলেন মমতা। তাঁর মন্তব্য, “আমাদের গাল দিলে কিছু যায় আসে না। আমরা প্রতিহিংসাপরায়ণ নই। আপনারা যত বেশি তরজা করবেন, আমরা উন্নয়ন তত বেশি করব।” দুর্গাপুজোর ইউনেস্কোর হেরিটেজ তকমা নিয়েও এদিন বিজেপিকে কটাক্ষ করতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী।
“বাংলার গান, উৎসবের গান” নামে অ্যালবামটির গানগুলিতে কথা, সুর ও কণ্ঠদান করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও গান গেয়েছেন শ্রীকান্ত আচার্য, মনোময়, জিৎ গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, অদিতি মুন্সি এবং বাবুল সুপ্রিয়। এদিন অ্যালবামের উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”গানগুলো সবাই মিলে করেছি। রাজ খুব ভালভাবে সব আয়োজন করেছে। গানগুলো আপনারা পুজোর সময় ক্লাবে ক্লাবে বাজাতে চাইলে, বাজাতে পারেন।” একইসঙ্গে দলের মুখপত্র ‘জাগো বাংলা’-র কাজের ভূয়সী প্রশংসা করে এলাকার কাউন্সিলর, বিধায়কদের তা চারিদিকে ছড়িয়ে দেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী।
2. মহালয়ার বিকেলে কলকাতা ও জেলার বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে প্রথমে সেলিমপুর পল্লির পুজো উদ্বোধন করেন তিনি। সেখান থেকে চলে যান যোধপুর পার্ক ৯৫ পল্লি ও বাবুবাগানের প্যাণ্ডেলে। সেখানকার পুজো উদ্বোধনের পর যান চেতলা অগ্রণী ক্লাবে। প্রতি বছরের মতো এবারও সেখানে প্রতিমার চক্ষুদান করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ভারচুয়ালি জেলার ২৫৩টি পুজো উদ্বোধন করেন তিনি।
চেতলা অগ্রণী ক্লাবের পুজোর আয়োজনের প্রশংসা করে মমতা এদিন ফিরহাদ হাকিমকে সাফ জানান, চেতলার পুজোর কারণে, বিশেষ করে ভিআইপিদের প্রবেশের সুবিধার জন্য যেন রাস্তাঘাট বন্ধ করে দেওয়া না হয়। যাতে আমজনতার কোনও প্রকার সমস্যা না হয় সেদিকে নজর রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এর আগে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনে গিয়েও সুজিত বসুকে একই বার্তা দিয়েছিলেন তিনি। চেতলা থেকে এদিন প্রণব মুখোপাধ্যায়ের নামে একটি পার্ক ও রাস্তা তৈরির আরজিও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।