অভিষেকের সভা শেষ হতেই বিশৃঙ্খলা, ব্যালট লুঠ। গোপন ব্যালটে ফের হবে প্রার্থী বাছাই, ঘোষণা অভিষেকের। কর্মসূচি নিয়ে বিজেপির কটাক্ষের পালটা নেতার।সাক্ষাৎকার বিতর্কের জেরে ইস্তফা নয়। সুপ্রিম কোর্টে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নাবালিকার ধর্ষণ-কাণ্ডে ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ। দুর্নীতি মামলায় সিবিআইয়ের সমন পেয়েই তৎপর তাপস সাহা। মোদি মন্তব্য মামলায় জেলযাত্রা এড়াতে মরিয়া রাহুল গান্ধী। বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নিতে হবে দিল্লি পুলিশকে। মহিলা কুস্তিগিরদের আরজি মেনে নির্দেশ সুপ্রিম কোর্টের।
হেডলাইন:
আরও শুনুন: 23 এপ্রিল 2023: বিশেষ বিশেষ খবর- বৃষ্টির ছোঁয়ায় নামল পারদ, সোমবারই খুলছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান
বিস্তারিত খবর:
1. অভিষেকের সভা শেষ হতেই বিশৃঙ্খলা সাহেবগঞ্জ ও সিতাইয়ে। ব্যালট বাক্স ভাঙচুর করে লুঠ করা হল ব্যালট পেপার। ফলে গোপন ব্যালটে প্রার্থী বাছাইয়ের ভোট দিতে পারলেন না সভায় আসা তৃণমূল কর্মী-সমর্থকরা। কে বা কারা এই ঘটনা ঘটাল তা জানতে জেলা সভাধিপতির কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের কেউ যদি এর সঙ্গে জড়িত থাকে তাহলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
মঙ্গলবার থেকে কোচবিহারে জনসংযোগ যাত্রা শুরু করেছেন অভিষেক। এই কর্মসূচি থেকেই জনমতের উপর নির্ভর করে পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাই করার উদ্যোগ নিয়েছেন নেতা। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিকে বিজেপি কটাক্ষ করায় তার পালটা দিতেও ছাড়েননি তিনি। ‘৬০ দিন ছাড়ুন, ৬ দিন রাস্তায় তাঁবু খাটিয়ে থাকুন’, বিজেপিকে পালটা চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক। এই কর্মসূচির অংশ হিসেবেই সাহেবগঞ্জ ও সিতাইয়ে সভা করেন তিনি। অভিষেকের সভা শেষের পর শুরু হয় ‘ভোটগ্রহণ’। কিন্তু বিশৃঙ্খলার জেরে মাঝপথেই থেমে যায় সেই প্রক্রিয়া। এই পরিস্থিতিতে শীতলকুচির সভা থেকে অভিষেকের হুঙ্কার, “পঞ্চায়েতের পাহারাদারের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।” আগামী কাল ফের এই ভোটগ্রহণ হবে বলে ঘোষণা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
2. সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার জেরে বিতর্কে জড়িয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের এ বিষয়ে রিপোর্ট তলব করার মধ্যেই গুঞ্জন, ইস্তফা দিতে চলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে এদিন এজলাসে বিচারপতি সাফ জানিয়ে দিলেন, এমন কোনও পদক্ষেপ করছেন না তিনি। বরং সুপ্রিম কোর্টে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে আগ্রহী বিচারপতি।
কিছুদিন আগে সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করেছেন তিনি, অভিযোগ এমনটাই। আগামী শুক্রবারের মধ্যে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এই পরিস্থিতিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ নিয়ে উসকে উঠেছে জল্পনা। কিন্তু সেই জল্পনাকে উড়িয়ে এদিন এজলাস থেকে বিচারপতি জানালেন, “কে রটাচ্ছে আমি পদত্যাগ করছি? আমি পদত্যাগ করছি না। যে লড়াই শুরু হয়েছে, সে লড়াই চলবে। আমি তো চিরকাল এখানে থাকব না, কিন্তু লড়াই চলবে।” ইস্তফা নিয়ে বিতর্কের মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।