শুরু ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিনিয়োগ টানতে পরবর্তী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ডাক ফিল্ম সেক্টরকেও। বগটুই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি নিয়ম মেনে। রাজ্যকে হলফনামা জমার নির্দেশ হাই কোর্টের।আনিস হত্যাকাণ্ডে সিটের রিপোর্ট ঘিরে অসন্তোষ। আপত্তির কারণ জানিয়ে মামলাকারীদের হলফনামা পেশের নির্দেশ হাই কোর্টের।কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি সাংসদ অর্জুন সিং। খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গেই আন্দোলনে নামার হুঁশিয়ারি।
হেডলাইন:
বিস্তারিত খবর:
১। সোমবার থেকে শুরু হল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সূচনা হল উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সিনেমা ও টেলিভিশনের ক্ষেত্রেও বিনিয়োগের অনেক সুযোগ আছে। আর তাই তাঁর অভিমত, পরবর্তী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে ফিল্ম সেক্টরকেও। সেখানে অনেক মৌ সাক্ষর হতে পারে বলেও আশা মুখ্যমন্ত্রীর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত আসানসোলের সাংসদ তথা বলি তারকা শত্রুঘ্ন সিনহাও। বাংলা সিনেমার অর্থনৈতিক ক্ষেত্রের উন্নতি নিয়ে বলিউডের সঙ্গে তাঁকে আলোচনা করতেও অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। এবারের উৎসবে, থাকবে মোট ২০০টি শো। নন্দনের তিনটি, নজরুল তীর্থের দু’টি প্রেক্ষাগৃহ ছাড়াও রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবর্ষ ভবন ও ওকাকুরা ভবনে শো দেখানো হবে। গতবছর ছিল সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত এবং মিকলোস জানকসোর জন্ম শতবর্ষ। ত্রয়ীকে বিশেষ শ্রদ্ধা জানাতে তালিকায় রাখা হয়েছে তাঁদের তৈরি সিনেমা এবং তথ্যচিত্র। দিলীপ কুমার, বুদ্ধদেব দাশগুপ্ত, স্বাতীলেখা সেনগুপ্ত, সুমিত্র ভাব, অভিষেক চট্টোপাধ্যায়, জিন পল বেলমন্ড, জিন ক্লড ক্যারিয়ারকেও বিশেষ সম্মান জানাতে তাঁদের অভিনীত সিনেমাও থাকছে। উৎসব চলবে ১ মে পর্যন্ত।
২। বগটুই নিয়ে ফের মামলা দায়ের হল হাই কোর্টে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও নিহতদের পরিবারের সদস্যকে চাকরি দিয়েছিল রাজ্য। কিন্তু তা নিয়ম মেনে দেওয়া হয়নি, এই অভিযোগেই দায়ের হল জনস্বার্থ মামলা। ক্ষতিপূরণ ও চাকরির মাধ্যমে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা হয়েছে বলেও জানানো হয়েছে অভিযোগনামায়। সেই মামলা গ্রহণ করে প্রধান বিচারপতির বেঞ্চ বগটুইতে আর্থিক সাহায্য এবং চাকরি দেওয়ার প্রক্রিয়া নিয়ে রাজ্যের জবাব তলব করল। আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। মামলার পরবর্তী শুনানি ২৬ জুলাই।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।