অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘ডানা’, শঙ্কিত বাংলা-ওড়িশা। নবান্নে রাত জেগে নজরদারি মুখ্যমন্ত্রীর। আগামী রবিবার কলকাতায় শাহ। দেখা করতে পারেন আর জি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে। উচ্চপ্রাথমিকে নিয়োগের দ্বিতীয় কাউন্সেলিং-এর দিন ঘোষণা। প্রকাশিত সিবিএসই-র দশম ও দ্বাদশের পরীক্ষার সময়সূচি। বেঙ্গালুরুতে হারের পর পুণেতে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড।
হেডলাইন:
আরও শুনুন: 23 অক্টোবর 2024: বিশেষ বিশেষ খবর- ডানা-ভয়ে বন্ধ থাকবে ট্রেন-বিমান পরিষেবা, কলকাতায় জারি কমলা সতর্কতা
আরও শুনুন: 22 অক্টোবর 2024: বিশেষ বিশেষ খবর- তৈরি টাস্ক ফোর্স, ৫৩ চিকিৎসককে সাসপেনশনের নির্দেশে স্থগিতাদেশ
বিস্তারিত খবর:
1. অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘ডানা’। বৃহস্পতিবার মাঝরাতে প্রবল বেগে উপকূলে আঘাত হানার কথা তার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বাংলার উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা মারাত্মক। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় কোমর বাঁধছে শঙ্কিত বাংলা-ওড়িশা। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দুই ২৪ পরগণায় সবচেয়ে ক্ষতির হওয়ার আশঙ্কা। বাঁকুড়া, হাওড়া, হুগলি জেলায় সর্তকতা জারি করা হয়েছে। এদিকে কলকাতার বুকেও শুরু বৃষ্টি। নবান্নে বসে পরিস্থিতি পর্যবেক্ষণে খোদ মুখ্যমন্ত্রী। সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ-সহ অন্যান্যরা।
যে কোনও দুর্যোগ মোকাবিলায় নিখুঁত পরিকল্পনার পরেও সরাসরি ময়দানে নেমে নজরদারি মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরের অভ্যাস। এবারও তার ব্যতিক্রম নয়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, রাতে নবান্নে থেকে নজরদারি চালাবেন তিনি নিজেই। সেইসঙ্গে যাবতীয় প্রয়োজনীয় সতর্কতার কথা মনে করিয়ে দেন সকলকে। এদিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আগেভাগেই সাগর ব্লকের ৯৮ জন অন্তঃসত্ত্বাকে বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে সরিয়ে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাঙ্গুর ও বারুইপুর জেলা হাসপাতালেও বিশেষ বন্দোবস্ত করা হয়েছে।
2. আগামী রবিবার কলকাতায় আসছেন অমিত শাহ। কলকাতা সফরে এসে আর জি করের নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। দু’পক্ষের সাক্ষাৎ নিয়ে তৎপর রাজ্য বিজেপি।
গত ৯ আগস্ট আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের পর দেশজুড়ে তোলপাড়। শিয়ালদহ আদালত থেকে সুপ্রিম কোর্ট, সিবিআইয়ের তদন্তের ভিত্তিতে চলছে এই মর্মান্তিক ঘটনার বিচারপ্রক্রিয়া। তবে দিল্লির তরফে এখনও প্রশাসনের কেউ পরিবারের সঙ্গে দেখা করেননি। যদিও এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্য বিজেপির প্রতিনিধিরা পরিবারের সঙ্গে শাহের সাক্ষাৎ নিয়ে সক্রিয় হন। তাঁকে চিঠি পাঠিয়ে সময় চাওয়া হয়েছিল সুকান্ত, শুভেন্দুদের তরফে। এর মধ্যে নির্যাতিতার মা-বাবাও শাহের সঙ্গে দেখা করার আর্জি জানিয়ে ই-মেল পাঠিয়েছিলেন। এমনিতেও বঙ্গবিজেপির দাবি, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সমর্থন রয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে অমিত শাহের সঙ্গে নির্যাতিতার পরিবারের দেখা হলে আন্দোলন আরও দৃঢ় হবে বলেই মনে করছেন তাঁরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।