নজরে পঞ্চায়েত ভোট। প্রচারের ময়দানে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই যাচ্ছেন উত্তরবঙ্গে, করবেন একাধিক জনসভা।প্রার্থী নির্বাচনে শেষ কথা বলবে দলই। ভোটের আগেই গোঁজ প্রার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের। ভাঙড়ে ঢুকল কেন্দ্রীয় বাহিনী। পঞ্চায়েত ভোটের আগে ফের অশান্ত মুর্শিদাবাদ। কুন্তল ঘোষের চিঠি মামলায় আরও তৎপর সিবিআই। অশান্তি থামছে না মণিপুরে। সমাধান খুঁজতে সব দলের সঙ্গে বৈঠক অমিত শাহের। ভারতে বড় বিনিয়োগের ঘোষণা টেক জায়ান্টদের।
হেডলাইন:
আরও শুনুন: 23 জুন 2023: বিশেষ বিশেষ খবর- চব্বিশে একসঙ্গে লড়বে ১৭ বিরোধী দল, সিদ্ধান্ত বৈঠকে, কটাক্ষ শাহের
বিস্তারিত খবর:
1. পঞ্চায়েত ভোটের প্রচারে আগামী সপ্তাহ থেকেই ময়দানে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ জুন মঙ্গলবার মালবাজারে সভা করবেন তিনি, জানালেন জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুর জেলার তৃণমূলের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়।
শনিবার মাল ব্লকের বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে এসেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বাগ্রাকোটের হনুমান মন্দিরে পুজো দেওয়ার পর পায়ে হেঁটে এবং বাইক র্যালি করে গোটা বাগ্রাকোট এলাকায় প্রচার করে তৃণমূল। সেখানেই তিনি বলেন, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে সভা করবেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েতের প্রচারে সারতে রবিবারই উত্তরবঙ্গে পৌঁছে যাবেন তৃণমূল সুপ্রিমো। সোমবার কোচবিহার ১ নং ব্লকে জনসভা। তা সেরে মালবাজারের উদ্দেশে রওনা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
2. পঞ্চায়েত নির্বাচনে গোঁজ প্রার্থী নিয়ে কড়া তৃণমূল। কে প্রার্থী হবেন, সে বিষয়ে যে দলের কথাই শেষ কথা, তা নিয়ে সাফ বার্তা দেওয়া হয়েছিল আগেই। এমনকি দলের নির্দেশ না মেনে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিলে শাস্তির হুঁশিয়ারিও দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই কথারই প্রমাণ দিলেন তিনি। তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একসঙ্গে ৫৬ জন তৃণমূল কর্মীকে সাসপেন্ড করতে চলেছে দল। দলীয় সূত্রে জানা গিয়েছে, নদিয়া জেলায় সবথেকে বেশি সংখ্যক তৃণমূল নেতার উপর কোপ পড়েছে। দলবিরোধী কাজ কিংবা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার না করায় নদিয়া জেলার ২১ জন নেতাকে সাসপেন্ড করা হচ্ছে। এরপরই রয়েছে দক্ষিণ দিনাজপুর। সেই জেলার ১৭ জন নেতাকে সাসপেন্ড করা হতে পারে বলে খবর। আসলে প্রার্থী না হতে পেরে অনেকেই সাময়িকভাবে দলের সঙ্গে দূরত্ব বাড়ান। পরে আবার তাঁদের ফিরে আসতে দেখা যায়। এবার অভিষেক সাফ জানিয়ে দিয়েছিলেন, প্রার্থী না হতে পেরে যাঁরা নির্দল হয়ে লড়বেন, তাঁদের আর কখনই দলে নেওয়া হবে না। তাঁর সেই হুঁশিয়ারি যে স্রেফ কথার কথা ছিল না, এবার মিলল তারই প্রমাণ। কোন জেলা থেকে কতজনকে সাসপেন্ড করা হচ্ছে, সাংবাদিক সম্মেলন করে তার খতিয়ান দেবেন জেলা সভাপতিরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।