‘অবৈধ’ চাকরিপ্রাপকদের ভর্ৎসনা বিচারপতির। কাদের দেওয়া হয়েছে টাকা, জানার নির্দেশ সিবিআইকে। মেঘালয়কে ‘মডেল রাজ্য’ বানানোই লক্ষ্য। বেকার-ভাতা, পড়ুয়াদের ল্যাপটপ দেওয়া-সহ প্রতিশ্রুতি উন্নয়নেরও। চাকরিপ্রার্থীদের বিক্ষোভে রণক্ষেত্র করুণাময়ী। অভিযোগ ১৪৪ ধারা অমান্যের, আটক ১৫০ জন চাকরিপ্রার্থী। গোল্ডেন গ্লোব জয়ের পর অস্কারের মূল পর্বেও মনোনীত RRR ছবির গান ‘নাতু নাতু’। লড়াইয়ে শামিল বাঙালি পরিচালকের তথ্যচিত্রও।
হেডলাইন:
আরও শুনুন: 22 জানুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- সরস্বতী পুজোয় অনুমতি নেই প্রেসিডেন্সির, পুজোয় অনড় TMCP
বিস্তারিত খবর:
1. গ্রুপ ডি মামলার শুনানিতে ‘অবৈধ’ চাকরি প্রাপকদের রীতিমতো ভর্ৎসনা করলনে বিচারপতি বিশ্বজিৎ বসু। মঙ্গলবার বিরক্ত বিচারপতি বলেন, “পড়ুয়াদের কথা না ভেবে টাকা দিয়ে চাকরি পেয়েছে, আবার আদালতে এসে কথা বলছে।” পুরো বিষয়টি নিয়ে কি ‘ইয়ার্কি হচ্ছে?’, এ প্রশ্নও করেন ক্ষুব্ধ বিচারপতি। এরপর সিবিআই আধিকারিকদের উদ্দেশে তিনি বলেন, “ঘুষ দিয়ে চাকরি পাওয়া ব্যক্তিদের সরাসরি জিজ্ঞাসা করুন যে টাকা কাকে দিয়েছেন? কাদের টাকা দিয়েছে জানতেই হবে সিবিআইকে।” এছাড়া এদিন বিচারপতি এসএসসিকে প্রশ্ন করেন, সব অবৈধ চাকরি প্রাপককে সরিয়ে দিলে কত দ্রুত সেই শূন্যপদে নিয়োগ সম্ভব? কেন এদের সরাতে নিজেরাই উদ্যোগী হচ্ছে না এসএসসি? পাশাপাশি গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া ৪৪৮৭ টি গ্রুপ-ডি’র ওএমআর শিট ৩১ জানুয়ারির মধ্যে প্রকাশ করার নির্দেশও দেওয়া হয়েছে। অন্যদিকে ২০১৬ সালের প্রাথমিক নিয়োগ মামলার শুনানিতে কারা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিয়েছিলেন তাঁদের নামও এদিন জানতে চায় কলকাতা হাই কোর্ট। ১৯ জন মামলাকারীর সাক্ষ্য গ্রহণের পর এই নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বলা হয়েছে, ৩ ফেব্রুয়ারির মধ্যে ইন্টারভিউ যারা নিয়েছিলেন তাঁদের নাম মুখবন্ধ খামে জানাতে হবে পর্ষদ সভাপতিকে। এছাড়াও নির্দেশ অ্যাপ্টিটিউড টেস্ট বলতে কী বোঝায়, তা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে জানাতে হবে পর্ষদকে। যেসব বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হল তাঁদের নামও মুখ বন্ধ খামে জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা ৬ ফেব্রুয়ারি।
2. মেঘালয়কে মডেল রাজ্যে পরিণত করাই লক্ষ্য। এদিন দলীয় ইস্তেহার প্রকাশ করে মেঘালয়ের মানুষের জন্য একাধিক প্রতিশ্রুতির কথা ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ক্ষমতায় আসার পর রাজ্যের উন্নয়নের গতি দ্বিগুণ করা হবে। বাড়বে জিডিপি। এছাড়াও আগামী পাঁচ বছরে প্রতিবছর ৪ হাজার করে MSME প্রতিষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে পাঁচ বছরে ৩ লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ২২ থেকে ৪০ বছরের যুবকদের মাসিক হাজার টাকা করে বেকার ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। উচ্চমাধ্যমিক এবং কলেজ পড়ুয়াদের ১ লক্ষ ল্যাপটপ দেওয়ার প্রতিশ্রুতিও আছে ইশতেহারে। অন্যদিকে সরকার গঠনের ১০০ দিনের মধ্যে মাসিক ১ হাজার টাকা করে পেতে শুরু করবেন মহিলারা। পেনশন এবং সামাজিক যোজনায় বরাদ্দও মাথাপিছু ন্যূনতম হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও রাজ্যের ২ লক্ষ ১০ হাজার কৃষক পাবেন বার্ষিক ১০ হাজার টাকা। এদিন অভিষেক বলেন, ‘যারা আমাদের বহিরাগত বলছিলেন, তাঁরা এখনও ইস্তেহার প্রকাশ করতে পারল না। অথচ আমরা চারদিনের মধ্যে ইস্তাহার প্রকাশ করে দিলাম। এতেই বোঝা যায় মেঘালয়ের মানুষের প্রয়োজন কারা বেশি বোঝে।’ নতুন রাজ্যে নিজেদের প্রতিষ্ঠা করতে যে জোরদার লড়াইয়ের পণ করেছে সর্বভারতীয় তৃণমূল, অভিষেকের সভার পর তা স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।