খোলামেলা জায়গাতেই এবার ক্লাস কচিকাঁচাদের। ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্পের সূচনা শিক্ষামন্ত্রীর। নেতাজি-ট্যাবলো বিতর্কে ইতি। কলকাতা হাই কোর্টে খারিজ হল মামলা। শেষ মুহূর্তে কোনও হস্তক্ষেপ নয়। করোনা সংক্রমণ নিয়ে স্বস্তি। সামান্য নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ। কমল রাজ্যের সংক্রমণ হার।
হেডলাইন:
আরও শুনুন: 23 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তি উদ্বোধন প্রধানমন্ত্রীর
বিস্তারিত খবর:
১। করোনার কোপে বন্ধ স্কুল। ঘরবন্দি কচিকাঁচারা। এই পরিস্থিতি বদলাতে নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। সোমবার ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচির উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, প্রকল্পের এই নাম দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।
৭ ফেব্রুয়ারিতে থেকে কচিকাঁচাদের জন্য শুরু হবে এই প্রকল্প। পাড়ার খোলা জায়গা, মাঠের মতো স্থান বেছে নিয়ে ক্লাস শুরু হবে। ক্লাস নেবেন প্রাথমিক শিক্ষক, প্যারা টিচার-সহ শিশু শিক্ষাকেন্দ্রের সহায়করা। সেখানে শিশুদের মানসিক বিকাশ, সামাজিক মেলামেশা, শরীরচর্চা, স্বাস্থ্যশিক্ষার পাশাপাশি সংখ্যা চেনানো, অক্ষরজ্ঞানের মতো বিষয়গুলিতে নজর দেওয়া হবে। মূলত সরকারি এবং সরকার পোষিত প্রাক প্রাথমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে ক্লাস চলবে। এই উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন, পঞ্চায়েত ও পুরসভা, ভিলেজ ও ওয়ার্ড এডুকেশন কমিটিগুলিকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষা প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলছে কিনা তা তদারকি করবেন বিদ্যালয় পরিদর্শক এবং প্রশাসনিক কর্তারা। শিক্ষামন্ত্রীর আশা, রাজ্যের এই উদ্যোগ গোটা দেশের কাছে পথপ্রদর্শক হয়ে উঠবে।
পাশাপাশি তিনি জানান, রাজ্য স্কুল খোলার পক্ষেই। তবে ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্ত নিতে হবে। এর সঙ্গে পড়ুয়াদের স্বার্থ জড়িয়ে রয়েছে। স্কুল খোলার সিদ্ধান্তের বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন বলেই এদিন জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
২। বাংলার নেতাজি-ট্যাবলো বিতর্ক সংক্রান্ত মামলা খারিজ হল কলকাতা হাই কোর্টে। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন নিয়ে তৈরি বাংলার ট্যাবলো কেন খারিজ করা হল? এই প্রশ্ন তুলে গত বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। সোমবার জরুরি ভিত্তিতে সেই মামলার শুনানির আবেদন জানান রাজ্যের আইনজীবী। আবেদন মঞ্জুর করে আদালত। রাজ্যের আইনজীবী সওয়াল করে বলেন, ”কোনও কারণ ছাড়াই বাংলার ট্যাবলো বাতিল করা হয়েছে। কেন্দ্রকে এর জবাব দিতে হবে।” পালটা সওয়ালে কেন্দ্রের তরফে আইনজীবীর বক্তব্য, ”মোট ২৮ টি রাজ্যকে এবার ট্যাবলো দেওয়ার কথা বলা হয়েছিল। বাংলাও দিয়েছে। তবে সুনির্দিষ্ট কারণেই বাংলার ট্যাবলো বাতিল করা হয়েছে। নেতাজি শুধু বাংলার নন, গোটা দেশের। তাই সেই ট্যাবলো প্রদর্শন নিয়ে কেন্দ্রের পৃথক পরিকল্পনা থাকতেই পারে।” দুই পক্ষের সওয়াল-জবাবের পর প্রধান বিচারপতি জানান, শেষ মুহূর্তে এই মামলা নিয়ে আদালতের কিছু করার নেই। এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না আদালত। ফলে খারিজ করে দেওয়া হয় মামলা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।