নিয়োগ দুর্নীতিতে কুন্তলের সূত্রে হদিশ অভিনেত্রী হৈমন্তীর।‘বিজেপির বিকল্প একমাত্র তৃণমূলই’। কংগ্রেস নেতাকে কড়া জবাব তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। সোশ্যাল মিডিয়ায় ফাঁস মাধ্যমিকের ইংরাজি প্রশ্ন। সংবাদমাধ্যমের স্বাধীনতা হানি করা যায় না। আদানি ইস্যুতে সাফ মন্তব্য সুপ্রিম কোর্টের।খারিজ ঋতুকালীন ছুটি নিয়ে জনস্বার্থ মামলা। রুশ-ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তি। রুশ সেনা সরানো নিয়ে প্রস্তাব পাশ রাষ্ট্রসংঘের সাধারণ সভায়।
হেডলাইন:
আরও শুনুন: 22 ফেব্রুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- রাহুল ‘অপদার্থ’, মেঘালয়ে ভোটের আগে বাগযুদ্ধে কংগ্রেস-তৃণমূল
বিস্তারিত খবর:
1. শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। ধৃত ছাত্রনেতা কুন্তল ঘোষের বয়ান থেকে হদিশ মিলেছে মডেল-অভিনেত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। এই আবহেই প্রকাশ্যে এসেছে মদন মিত্রের সঙ্গে হৈমন্তীর পুরনো ছবি। যদিও কামারহাটির বিধায়কের দাবি, তিনি হৈমন্তী বলে কাউকে চেনেন না। কুন্তল বা গোপালের সঙ্গেও তাঁর পরিচয় নেই। মদন মিত্রের সাফাই, ‘‘অনেকেই আমার সঙ্গে ছবি তুলে বাঁধিয়ে রাখে। যেমন রবীন্দ্রনাথের ছবি বাঁধিয়ে রাখে। এতে অসুবিধা কোথায়?’’
এদিকে শুক্রবার জানা গিয়েছে, মডেল-অভিনেত্রী হিসেবে হৈমন্তীর উত্থান প্রায় উল্কার গতিতে। বছর আটেক আগে গোপাল দলপতির সঙ্গে আলাপ হয় তাঁর। তারপর ঘনিষ্ঠতা এবং বিয়ে। তাঁর বাড়ি হাওড়ার বাকসাড়ায়। এই বাড়ির পাশের ডাস্টবিন থেকে নাকি একটি চিত্রনাট্যও পাওয়া গিয়েছে, যেখানে হৈমন্তীর চরিত্র সম্পর্কে লেখা। সূত্রের খবর, হৈমন্তী দিন দশেক আগেও বাড়ি গিয়েছিলেন। বাড়িতে মা, বাবা, বোন রয়েছেন। তবে মেয়ের জীবনযাপন সম্পর্কে তাঁদের কোনও ধারণা নেই বলেই দাবি পরিবারের।
2. রাহুল গান্ধীর মেঘালয় নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে এবার পালটা দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিধানসভা ভোটের আগে মেঘালয়ে কংগ্রেসকে নিয়ে যেমন তির্যক মন্তব্য করেছিল এ রাজ্যের শাসক দল, তেমনই তৃণমূল-বিজেপি আঁতাঁতের অভিযোগ তুলে কড়া আক্রমণ শানিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার তাঁকে জবাব দিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বললেন, “বিজেপির বিকল্প একমাত্র তৃণমূলই। তারাই পারে বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করতে।” তাঁর আরও দাবি, শুধু মহিলারাই যদি ভোটাধিকার ঠিকমতো প্রয়োগ করতে পারেন, তাহলে নর্থ শিলংয়ে জয়ী হবেন তৃণমূল প্রার্থীই।
চব্বিশের লোকসভার আগে উত্তর-পূর্বের দুই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে শক্তিপরীক্ষা করতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে রাজনৈতিক দলগুলি। আর মেঘালয়ের নির্বাচনী প্রচারে একে অন্যের বিরুদ্ধেই সরাসরি আক্রমণ শানিয়ে বসেছে বিজেপিবিরোধী রাজনীতির দুই অন্যতম মুখ, কংগ্রেস ও তৃণমূল। সম্প্রতি মেঘালয়ের এক জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষের কাছে ভোট চাওয়ার নৈতিক অধিকার হারিয়েছে কংগ্রেস। ওরা লড়াইটাই করতে পারে না।” পালটা রাহুল গান্ধীর দাবি, বিজেপিকে সাহায্য করতেই মেঘালয়ে এসেছে তৃণমূল। এবার তার পালটা জবাব দিতে গিয়ে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর অভিযোগ, যদি কংগ্রেস লড়াইটা ঠিকমতো করতে পারত, তাহলে বিধানসভা নির্বাচনে তৃণমূলকে এখানে লড়তে আসতে হত না। আরেকটি রাজ্যেও বিজেপি জিতে সরকার তৈরি করছে, এমনটা দেখতে চাননি তাঁরা। আর সেই কারণেই তৃণমূল মেঘালয়ে পা রেখেছে বলে দাবি করলেন মহুয়া মৈত্র।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।