ফিরছে কোভিড আতঙ্ক। দেশের হাসপাতালগুলি ঘুরে দেখবে কেন্দ্রের প্রতিনিধি দল। সমাবর্তনের দিন উত্তাল যাদবপুর। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে SFI-এর বিক্ষোভের মুখে রাজ্যপাল। সরকারকে বিঁধতে গিয়ে রাজ্যবাসীকে ভিখারি বলে কটাক্ষ দিলীপের। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। জনরোষের শঙ্কায় মুর্শিদাবাদে একযোগে ইস্তফা ১৭ পঞ্চায়েত সদস্যের। মীরপুরের ঘূর্ণি পিচে বেসামাল ভারত।
হেডলাইন:
আরও শুনুন: 23 ডিসেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- প্রাথমিকে বাতিল ৫৩ বেআইনি নিয়োগ, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
বিস্তারিত খবর:
1. আপৎকালীন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় কতটা প্রস্তুত দেশের বিভিন্ন হাসপাতাল, তা খতিয়ে দেখবে কেন্দ্রের প্রতিনিধি দল। এর আগে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য হাসপাতালগুলিতে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার, পিপিই কিট, ভেন্টিলেটরের মতো জরুরি জিনিস মজুত করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে কোথাও কোথাও পরিকাঠামো উন্নয়নের কথাও বলেন তিনি। তাঁর কথামতো প্রস্তুতি নেওয়া হল কি না, তা খতিয়ে দেখতেই আগামী ২৭ ডিসেম্বর মক ড্রিল করবে কেন্দ্রীয় দল। সরকারি, বেসরকারি বিভিন্ন হাসপাতালে ঘুরবেন তাঁরা। এই প্রস্তুতির পাশাপাশি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি স্বাস্থ্যবিধি ইতিমধ্যেই লাগু হয়েছে। দক্ষিণ কোরিয়া, চিন, ব্রাজিল, থাইল্যান্ড, হংকংয়ের মতো দেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কলকাতা বিমানবন্দরেও বিদেশ থেকে আগতদের জন্য শুরু হয়েছে র্যান্ডম টেস্টিং। তবে এখনও আন্তর্জাতিক বিমান উড়ান বন্ধের কোনও সম্ভাবনা নেই। এদিকে, বাংলাও নতুন করে কোভিড মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর, কলকাতার প্রায় ৮০ শতাংশ মানুষ বুস্টার ডোজ নেননি এখনও। নতুন সাব-ভ্যারিয়েন্ট BF.7-এর সঙ্গে লড়াইয়ে সেটাই মূল চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই মুহূর্তে বুস্টার ডোজের ভাঁড়ারে টান। তা দ্রুত পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে কেন্দ্রকে।
2. তাল কাটল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে রাজ্যপালের গাড়ি বিক্ষোভ দেখাল একদল পড়ুয়া। রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে এই মুহূর্তে স্থগিত রয়েছে ছাত্র সংসদের ভোট । এ নিয়ে ছাত্র সংগঠনগুলি বারবার দাবি তুলেছে। তবে রাজ্য সরকার বা কর্তৃপক্ষের তরফে এখনও সাড়া মেলেনি। আন্দোলনের অংশ হিসেবে নিজেরাই ছাত্রভোট পরিচালনা করে পথ দেখিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের পডু়য়ারা। যদিও সেই ভোটের কোনও বৈধতা নেই। এবার সেই একই দাবি উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। শনিবার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস । অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের গেটের কাছেই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এসএফআই। রাজ্যপাল যদিও নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে ভিতরে ঢুকে যান। ভিতরে সমাবর্তন অনুষ্ঠান শুরু হলেও বাইরে ছাত্রদের বিক্ষোভ চলতে থাকে। এক প্রতিবাদী ছাত্র জানিয়েছেন, ‘রাজ্যপাল আমাদের চ্যান্সেলর। ওঁর সঙ্গে আমরা কথা বলতে চাই ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে। বহুবার ভাইস চ্যান্সেলরকে বলেও লাভ হয়নি। রাজ্য সরকারও উচ্চবাচ্য করছে না। তাই আমরা চ্যান্সেলরকে বলে ছাত্র ভোট করাতে চাই।” প্রাথমিক বাধা কাটিয়ে রাজ্যপালও সাড়া দেন তাঁদের দাবিতে। ছাত্রদের দুই প্রতিনিধিকে ডেকে নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। এসএফআইয়ের তরফে নিজেদের দাবিদাওয়া সংক্রান্ত ডেপুটেশন তুলে দেওয়া হয় রাজ্যপালের হাতে। এর প্রেক্ষিতেই যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।