ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। যুক্তরাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী করার সওয়াল দুই রাজনীতিবিদেরই। মোদি পদবি নিয়ে অবমাননার জের। রাহুল গান্ধীকে ২ বছর জেলের সাজা শোনাল গুজরাটের আদালত। সুজন চক্রবর্তীর স্ত্রীর কলেজের চাকরি ‘অবৈধ’, টুইট করে নথি প্রকাশ্যে তৃণমূলের। তদন্তের দাবিতে সরব কুণাল। ধৃত তাপস মণ্ডলের ‘এজেন্ট’ কামদুনি ধর্ষণ কাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল। কুন্তল ঘোষের বিস্ফোরক দাবি। ১৪০ দিনের মধ্যে করোনা সংক্রমণ সর্বোচ্চ, ২৪ ঘন্টায় মৃত ৩।
হেডলাইন:
আরও শুনুন: 22 মার্চ 2023: বিশেষ বিশেষ খবর- ফিরতে পারে ইন্টারভিউ, শিক্ষক নিয়োগে নিয়ম বদলের সুপারিশ এসএসসির
আরও শুনুন: 21 মার্চ 2023: বিশেষ বিশেষ খবর- বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, এবার ধরনায় মুখ্যমন্ত্রী
বিস্তারিত খবর:
1. বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ভুবনেশ্বরে নবীন পট্টনায়েকের বাসভবনে ১ ঘণ্টারও বেশি সময় ধরে দু’জনের মধ্যে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা। সেখানে চব্বিশের লোকসভা নির্বাচনে বিরোধীদের ভূমিকা নিয়ে কোনও কথা হয়নি বলেই জানিয়েছেন নবীন পট্টনায়েক। তবে নিজের বক্তব্য অতি সংক্ষিপ্ত করে বাংলার মুখ্যমন্ত্রীকেই বলার সুযোগ করে দেন তিনি। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষীয়ান নেতার সঙ্গে প্রথম সাক্ষাতের কথা স্মরণ করে বলেন, “আজ অনেক বিষয় নিয়েই কথা হল। যেহেতু আমরা প্রতিবেশী, তাই দুই রাজ্যের সাধারণ কিছু বিষয় রয়েছে। ওড়িশায় দুর্যোগ বা বন্যা হলে বাংলাও বিপর্যস্ত হয়। সে কথা বলেছি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দুই রাজ্য হাতে হাত ধরে কাজ করার কথা হয়েছে। উনিও একমত।’ যুক্তরাষ্ট্রীয় কাঠামো আরও শক্তিশালী করা দরকার, এবিষয়ে সহমত পোষণ করেছেন দুই পোড় খাওয়া রাজনীতিবিদই।
2. ‘মোদি’ পদবিধারীদের অবমাননার জের। বৃহস্পতিবার রাহুল গান্ধীকে ২ বছরের সাজা শোনাল গুজরাটের আদালত। যদিও পরক্ষণেই ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন রাহুল। এরপরই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন গুজরাটের এক BJP বিধায়ক। চার বছর পর সেই মামলায় কংগ্রেস সাংসদকে দোষী সাব্যস্ত করেছে সুরাট আদালত। এদিন আদালতে রাহুলের আইনজীবী দাবি করেন, “ইচ্ছাকৃতভাবে বা কাউকে আঘাত করার উদ্দেশ্য ওই কথাগুলি বলেননি রাহুল, উনি সাংসদ। কম সাজা দেওয়া হোক।” পালটা মামলাকারীর আইনজীবীর বক্তব্য, তাহলে সাধারণ মানুষের মনে এই ধারণা হবে যে, “যারা আইন তৈরি করেন, তাদের জন্য আলাদা আইন। ওকে আইন মোতাবেক সর্বোচ্চ সাজা ও সর্বাধিক জরিমানা করা হোক।” এরপরই আদালত কংগ্রেস সাংসদকে ২ বছরের জেলের সাজা শুনিয়েছে। যদিও পরক্ষণেই জামিন পেয়ে যান কংগ্রেস সাংসদ। উচ্চ আদালতে আবেদন করার রাস্তাও খোলা রয়েছে কংগ্রেস সাংসদের জন্য। ঘটনায় সরাসরি কাউকে ইঙ্গিত না করলেও টুইটে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন কংগ্রেস সাংসদ। মহাত্মা গান্ধীকে উদ্ধৃত করে রাহুল বলেছেন,”আমার ধর্ম সত্য এবং অহিংসার উপর প্রতিষ্ঠিত। সত্য আমার ইশ্বর, আর অহিংসা আমার হাতিয়ার।” কিন্তু দু’বছরের সাজা হওয়ায় সাংসদ পদ খোয়াতে হতে পারে রাহুলকে। ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছে কংগ্রেস। ইতিমধ্যেই দেশজুড়ে বিক্ষোভ দেখাতেও শুরু করেছে যুব কংগ্রেসের সদস্যরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।