নেতাজি অন্তর্ধান রহস্য নিয়ে সুর চড়ালেন মমতা। চক্রান্তের শিকার নেতাজি, সাফ কথা মুখ্যমন্ত্রীর। গোপন ফাইল প্রকাশ্যে আনতে চাপ কেন্দ্রকে।কালিয়াচক রাজ্য পুলিশকে লক্ষ্য করে গুলি। ঘটনায় গ্রেপ্তার ২ দুষ্কৃতী, পলাতক বাকি ১০ জনের সন্ধানে পুলিশ। ট্যাংরার হেলে পড়া বহুতল ফাঁকা করতে তৎপর পুরসভা। বাগুইআটিতেও একই ঘটনায় ছড়াল আতঙ্ক। ফেব্রুয়ারিতে বৈঠকের সম্ভাবনা ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির। ক্লাবকর্তাদের পদত্যাগের দাবিতে সুর চড়াল মহামেডানের সমর্থকরা।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. বৃহস্পতিবার কালচিনির সভা থেকে নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন করেই তাঁর অন্তর্ধান রহস্য নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের তিনি দাবি করলেন, নেতাজি চক্রান্তের শিকার। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে আগেই বিশেষ কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো কালচিনির সভাতেই নেতাজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। সেই সঙ্গে বলেন, “যিনি সবার কথা ভেবেছেন। সকলকে একসঙ্গে নিয়ে চলেছেন, এত লড়াই করেছেন। তিনি কোথায় হারিয়ে গেলেন। আর খুঁজেই পেলাম না।” আক্ষেপ করে তিনি আরও বলেন, “জন্মদিন জানি। মৃত্যুদিন জানি না। ভাবলেই দুঃখ হয় যে ওঁর সঙ্গে কী হয়েছে জানতেই পারলাম না।” এদিকে, কেন্দ্রে ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদির মুখে একাধিকবার শোনা গিয়েছে নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনার কথা। কিন্তু ক্ষমতায় আসার পর জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতির দোহাই দিয়ে অধিকাংশ ফাইলই প্রকাশ্যে আনা হয়নি। এদিন মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল সেকথাও। তিনি মনে করিয়ে দিলেন, রাজ্য ৬৪ টি ফাইল প্রকাশ করেছে। কিন্তু কেন্দ্র কেন বাকি ফাইল প্রকাশ্যে আনছে না সেই প্রশ্নও এদিনের সভা থেকে তুললেন মুখ্যমন্ত্রী।
2. ফের রাজ্যে পুলিশকে লক্ষ্য করে চলল গুলি। গোয়ালপোখরের পর কালিয়াচকে। মালদহের মহদিপুর সীমন্তের সাইলাপুর সীমান্তে বেআইনি কাফ সিরাপ পাচার করা হচ্ছে। গোপন সূত্রে এমনটাই খবর পেয়েছিল কালিয়াচক থানার পুলিশ। সেই অনুযায়ী বিশাল পুলিশবাহিনী ওই সীমান্ত এলাকায় হানা দেয়। পাচারকারীদের আত্মসমর্পণ করতে বলে পুলিশ। সে কথা শুনে পুলিশকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। পালটা পুলিশও প্রাণরক্ষায় গুলি চালায়। যদিও বরাতজোরে রক্ষা পায় পুলিশ। এই ঘটনায় মিঠুন শেখ ও মধু মণ্ডল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এখনও ফেরার দশজন। তাদের কাছ থেকে সেভেন এম এম পিস্তল, ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং প্রচুর পরিমাণ বেআইনি কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে গত ১৫ জানুয়ারি গোয়ালপোখরে আক্রান্ত হয়েছিল পুলিশ। পুলিশের উপর গুলি চালালে পালটা তার ৪ গুণ গুলি চালানো হবে বলেই হুঁশিয়ারি দিয়েছিলেন ডিজি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কালিয়াচকে ফের দুষ্কৃতীদের টার্গেটে পুলিশ। বারবার এই ধরনের হামলায় স্বাভাবিক ভাবেই বাড়ছে উদ্বেগ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।