প্রয়াগরাজে ফের খুন একই পরিবারের ৫ সদস্য। আইনশৃঙ্খলা নিয়ে যোগীকে তোপ, রবিবার ঘটনাস্থলে যাচ্ছেন তৃণমূল প্রতিনিধিরা। অসমে চমক তৃণমূলের। রাজ্য সভাপতির পদে বসলেন সদ্য কংগ্রেস ছেড়ে আসা রিপুন বোরা।হাসপাতাল থেকে ছাড়া পেতেই ফের সিবিআই তলব অনুব্রতকে।অসুস্থতার কথা জানিয়ে ৪ সপ্তাহ সময় চাইলেন তৃণমূলের দাপুটে নেতা।
হেডলাইন:
আরও শুনুন: 22 এপ্রিল 2022: বিশেষ বিশেষ খবর- জাহাঙ্গিরপুরীতে ঢুকতে বাধা তৃণমূলের প্রতিনিধিদের, রিপোর্ট মমতাকে
বিস্তারিত খবর:
1. ফের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের পাঁচজনের মৃতদেহ উদ্ধার। গত শনিবারই প্রয়াগরাজের নবাবগঞ্জ থানার অন্তর্গত খাগলপুর গ্রামে স্বামী-স্ত্রী এবং তাঁদের তিন মেয়ের রহস্যমৃত্যুর খবর মেলে। এবার প্রয়াগরাজের খেবরাজপুর গ্রামে এক প্রৌঢ় দম্পতি, তাঁদের মেয়ে, পুত্রবধূ ও দু’বছরের নাতনিকে কুপিয়ে খুন করেছে দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সারা দেশে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস-ও। তৃণমূলের উত্তরপ্রদেশ শাখার তরফে টুইট করে জানানো হয়েছে, “যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মানুষের বিশ্বাস অর্জন করতে ব্যর্থ। বহু দিন ধরেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর ভ্রূক্ষেপ নেই। এটাই কি মানুষ চেয়েছিল?” পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সমীর চক্রবর্তী, তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী ও রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজাও সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন এই নারকীয় হত্যার বিরুদ্ধে। তাঁরা সকলেই কাঠগড়ায় তুলেছেন যোগী সরকারকে। সাংবাদিক সম্মেলন করে এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। রাজ্যের বিজেপি নেতৃত্ব এবার চুপ কেন, প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে বিচার চেয়েছেন তিনি। রবিবার তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল প্রয়াগরাজ যাবে বলে খবর।
2. অসম তৃণমূলের রাজ্য সভাপতি পদে এলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা। শনিবার এই ঘোষণা করা হল তৃণমূল তরফে। রিপুন বোরা তৃণমূলে যোগদান করার পরই তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব দাবি করেছিলেন, আগামী ১০ দিনে অসমে ‘মমতা ম্যাজিক’ দেখা যাবে। আসলে কংগ্রেসি রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে রিপুন বোরার। কিছুদিন আগে পর্যন্ত তিনি ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ছিলেন অসমের মন্ত্রী তথা রাজ্যসভার সাংসদও। রাজ্যের সব স্তরের এবং সব দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর। রিপুনের এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে দল। তৃণমূল সূত্রের খবর, দ্রুত গুয়াহাটিতে রাজ্য সদর দপ্তর খোলার চেষ্টা করছে দল। হাত শিবিরের দুর্বলতাই সে রাজ্যে তৃণমূলের পথ সুগম করেছে বলে দাবি নেতৃত্বের। কংগ্রেস থেকে নেতাদের দলে টানার ক্ষেত্রে এই মুহূর্তে রিপুন বোরাকেই আদর্শ বলে মনে করছে তৃণমূল শিবির। অসমে তৃণমূলের রাজ্য কমিটি এখনও গঠিত হয়নি। রিপুনকে মুখ করেই সে রাজ্যে শক্তি বাড়ানোর লক্ষ্যে কাজ শুরু করল ঘাসফুল শিবির।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।