মুখ্যমন্ত্রীর নির্দেশে টাস্ক ফোর্সের জরুরি বৈঠক। দাম নিয়ন্ত্রণে বন্ধ আলু রপ্তানি। আগামী সপ্তাহে শুরু বিধানসভার শীতকালীন অধিবেশন। মন্দারমণির হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ হাই কোর্টের। ডানার প্রভাব কাটতেই ধেয়ে আসছে ফেনজল। পারথ টেস্টের শুরুতে ধরাশায়ী ভারত। পালটা মার সিরাজদের, দিনশেষে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে অস্ট্রেলিয়াও।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. অগ্নিমূল্য বাজার। এক্ষেত্রে টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তোলেন, ভিনরাজ্যে কীভাবে আলু রপ্তানি হচ্ছে? ক্রমাগত মূল্যবৃদ্ধিতে রাশ টানতে দায়িত্ব দেন টাস্ক ফোর্সকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে তড়িঘড়ি বৈঠকে বসলেন টাস্ক ফোর্সের সদস্যরা। আর তাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দাম নিয়ন্ত্রণে আনতে আপাতত রপ্তানি বন্ধ হচ্ছে আলুর। শুক্রবার নবান্নে টাস্ক ফোর্সের বৈঠক থেকে আরও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন, স্থানীয় থানার পুলিশের একাংশের হাত ধরে বেআইনিভাবে আলু ভিনরাজ্যে রপ্তানি হচ্ছে। সেই কারণে এদিন টাস্ক ফোর্সের সিদ্ধান্ত, সেই পুলিশকে সঙ্গে নিয়েই বাজারে বাজারে অভিযান চালাবেন সদস্যরা। এদিন সকালেও বাজার পরিদর্শন করে টাস্ক ফোর্স। তাঁদের পর্যবেক্ষণ, সবজির দাম অনেকটাই নিয়ন্ত্রণে। স্থানীয় সবজি বাজারে উঠতে শুরু করলে দাম আরও কমবে। একইসঙ্গে এদিন পিঁয়াজের দাম নিয়ে আশ্বস্ত করল টাস্ক ফোর্স। তাঁদের মতে, পিঁয়াজ রাজ্যে ঢুকছে। কয়েকদিনের মধ্যেই দাম নিয়ন্ত্রণের মধ্যে আসবে। সবমিলিয়ে মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে নজরদারি বাড়াচ্ছে টাস্ক ফোর্স।
2. আগামী সপ্তাহে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। জানা যাচ্ছে, ২৫ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত শীতকালীন অধিবেশনের প্রথম দফা চলবে। সেখানে কী কী বিষয়ে আলোচনা হতে চলেছে, তার রূপরেখা দিয়েছেন স্পিকার। তালিকায় প্রাইভেট মেম্বার বিল-সহ একাধিক বিল রয়েছে বলেই জানা যাচ্ছে। তবে সবচেয়ে গুরুত্ব পেতে পারে, দমদম বিমানবন্দর থেকে ইউরোপের দেশগুলিতে বিমান পরিষেবা সংক্রান্ত আলোচনা। এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশে বিমান চলাচল হলেও ইউরোপের দেশগুলিতে সরাসরি কোনও উড়ান নেই দমদম থেকে। ফলে মুম্বই বা দিল্লির মতো শহর থেকে ট্রানজিট পথে ইউরোপ যেতে হয় কলকাতাবাসীকে। সেই সমস্যা মেটানোর উদ্দেশে বিধানসভায় আলোচনার তৎপরতা। এছাড়া ২৬ নভেম্বর, সংবিধান দিবস নিয়ে দুদিন ধরে আলোচনা হওয়ার কথা। এদিকে, রীতি মেনে শেষ কর্মদিবসে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানানো হয়েছিল। তবে চিঠি পেয়েও শুক্রবার সর্বদলীয় বৈঠক অংশ নেননি বিরোধীরা। ফলত শাসকদলের সদস্যদের নিয়েই বৈঠক সেরেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।