রাজ্য-রাজ্যপালের কথোপকথনেই কাটল জট। আগামী ২৪ জুলাই থেকে শুরু বাদল অধিবেশন। বিধানসভায় মণিপুর ইস্যুতে নিন্দা প্রস্তাব আনবে তৃণমূল। সারদা মামলায় চিঠি দিয়ে নাটক করছেন শুভেন্দু। তোপ কুণাল ঘোষের। বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাকে শুরু বিতর্ক। অভিষেকের বিরুদ্ধে FIR গেরুয়া শিবিরের। মুখ্যমন্ত্রীর পর ভস্মীভূত মঙ্গলাহাটে গেলেন নওশাদ সিদ্দিকিও। রামকৃষ্ণ-বিবেকানন্দকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। চাপে পড়ে ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন অমোঘ লীলা দাস। লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের।
হেডলাইন:
আরও শুনুন: 20 জুলাই 2023: বিশেষ বিশেষ খবর- একুশের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা, ইচ্ছা প্রকাশ মণিপুরে যাওয়ার
বিস্তারিত খবর:
1. দীর্ঘ জটিলতার পর অবশেষে জট কাটল বিধানসভা অধিবেশনের। রাজ্য-রাজ্যপালের দীর্ঘ কথোপকথনের জেরেই মিলল সুরাহা। বিষয়টি নিয়ে দৌত্য করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা অধিবেশন নিয়ে রাজ্যপাল ও সরকারের মধ্যে তীব্র বিবাদ তৈরি হয়েছিল। যা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে শেষ পর্যন্ত আলোচনা হল দুই পক্ষের মধ্যে। কেরল থেকে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেন তাড়াহুড়ো করে বিধানসভার অধিবেশন ডাকা হচ্ছে, এই প্রশ্নের উত্তরে গোটা বিষয়টি রাজ্যপালকে বিস্তারিত জানান শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, একাধিক জরুরি বিল আনার প্রয়োজন রয়েছে। পাশাপাশি বাজেটের বর্ধিত অধিবেশনও ডাকতে হবে। তাতে জরুরি সরকারি পরিষেবা দেওয়া আরও সহজ হবে। রাজ্যের মন্ত্রীর থেকে সবটা শোনার পর রাজ্যপাল আর দ্বিমত করেননি। শনিবার সকালেই বিধানসভায় পৌঁছে যায় রাজ্যপালের সই করা ফাইল। ফলে ২৪ জুলাই থেকেই বসছে বিধানসভা অধিবেশন। এদিকে এই মুহূর্তে জাতীয় রাজনীতির বড় ইস্যু হয়ে উঠেছে উত্তর-পূর্বের রাজ্যের সামগ্রিক পরিস্থিতি। এ নিয়ে উদ্বিগ্ন রাজ্যের শাসকদল তৃণমূলও। ইতিমধ্যেই জাতিদাঙ্গায় তপ্ত মণিপুরে পরিস্থিতি দেখে এসেছে তৃণমূলের পাঁচ সদস্যের একটি দল। এবার বিধানসভার বাদল অধিবেশনেও নিন্দা প্রস্তাব আনার পরিকল্পনা তৃণমূল বিধায়কদের। মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পরেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
2. সারদা মামলা নিয়ে ফের সরগরম রাজনৈতিক মহল। সারদা তদন্তে গতি বাড়ানোর দাবিতে শুভেন্দু অধিকারীর চিঠির পরেই পালটা চাপ কুণাল ঘোষের। এই চিঠি কাণ্ডকে নাটক বলেই কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। একইসঙ্গে বিরোধী দলনেতাকে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে তাঁর বক্তব্য, “আসুন, তদন্তে সহযোগিতা করার জন্য যৌথ জিজ্ঞাসাবাদে অংশ নিই।”
একদিন আগেই সারদা নিয়ে সিবিআইকে লেখা একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সারদা কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত শুভেন্দু নিজেই। কিছুদিন আগে প্রেসিডেন্সি জেল থেকে সারদা কর্তা সুদীপ্ত সেন চিঠি লিখে শুভেন্দুর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ করেছেন। সেই চিঠি নিয়ে তদন্ত চলছে। অথচ এরই মধ্যে শুভেন্দু আবার সিবিআইকে মামলার তদন্তে গতি এনে কিংপিনকে গ্রেপ্তার করার দাবি তোলেন। অভিযোগ করেন, ওই চিটফান্ড কেলেঙ্কারিতে যুক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুভেন্দুর সেই চিঠিকে স্রেফ নাটক বলেই এবার পালটা টুইট করলেন কুণাল। ২০২০ সালের ১ ডিসেম্বর জেলে বসে মুখ্যমন্ত্রীকে যে চিঠি সুদীপ্ত সেন লিখেছিলেন, সেই চিঠি মামলা নিয়েই শুভেন্দুর গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন কুণাল। শুভেন্দুকে গ্রেপ্তার করার দাবিতে তিনিও সিবিআইকে চিঠি লিখেছেন। নিজের টুইটে সেই চিঠির প্রতিলিপিও তুলে ধরেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।