পুজোর শেষ লগ্নে বড় দুর্যোগের আশঙ্কা। শক্তি বাড়িয়ে ধেয়ে আসবে নিম্নচাপ, জানাল হাওয়া অফিস। দশমী-একাদশীতে নিষেধাজ্ঞা জারি মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায়। টাকার বদলে প্রশ্ন ইস্যুতে আরও বিপাকে মহুয়া। এথিক্স কমিটিতে জমা পড়ল হীরানন্দানির হলফনামা। দেশের নিরাপত্তাকে ‘বন্ধক’ দেওয়ার অভিযোগ বিজেপির। পুজোর শহরে এসেও রাজনীতির কথাই নাড্ডার মুখে। ‘শুভ শক্তির হাতে বাংলার ক্ষমতা আসুক’, নাম না করে তৃণমূলকে তোপ বিজেপির সর্বভারতীয় সভাপতির।
হেডলাইন:
আরও শুনুন: 20 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- উৎসবের আবহে চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ, হাওয়া বদল হতে পারে নবমীতেই
আরও শুনুন: 19 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- জনজোয়ারের ঠেলায় বিপাকে শ্রীভূমি, পঞ্চমীতেই বন্ধ লাইট শো
বিস্তারিত খবর:
1. পুজোর শেষ লগ্নে বড় দুর্যোগের আশঙ্কা। চিন্তা বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ সুন্দরবন উপকূলে ধেয়ে আসবে নিম্নচাপ, জানাল আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে, অন্ধ্র-ওড়িশা উপকূলে এসে রিকার্ভ করবে গভীর নিম্নচাপ। উপকূল বরাবর এটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা। অভিমুখ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা। এর ফলে রাজ্যের উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে উপকূলের জেলায় হালকা ঝোড়ো হাওয়া। দশমী থেকে দ্বাদশী পর্যন্ত দুর্যোগ বাড়তে পারে। দশমী ও একাদশী মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে অষ্টমী পর্যন্ত রাজ্যে উত্তর পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব থাকবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে হাওয়া বদল। সোমবার অর্থাৎ নবমীর দিন উপকূলের জেলায় মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
2. টাকার বদলে প্রশ্ন ইস্যুতে ক্রমে বিপত্তি বাড়ছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। এবার তাঁর বিরুদ্ধে নয়া অভিযোগ নিয়ে হাজির বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি, মহুয়া মৈত্র যে সংসদের ওয়েবসাইটের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে দিয়েছিলেন, সেটা ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের কাছে পাওয়া তথ্যে প্রমাণিত। সোশাল মিডিয়ায় সরাসরি তৃণমূলকে বিঁধে বিজেপি সাংসদের তোপ, সামান্য কিছু টাকার জন্য একজন তৃণমূল সাংসদ গোটা দেশের নিরাপত্তাকে বন্ধক রেখেছেন। NIC’র দেওয়া তথ্য বলছে, সংসদের ওয়েবসাইট দুবাই থেকেও খোলা হয়েছে। যে সময় ওই ওয়েবসাইট দুবাই থেকে খোলা হয়েছে, সেসময় মহুয়া ভারতেই ছিলেন বলে দাবি বিজেপির। তাহলে দুবাই থেকে সংসদের ওয়েবসাইটে লগ ইন হল কী করে? প্রশ্ন দুবের। শুধু তৃণমূলই নয়, গোটা বিরোধী শিবিরের প্রতিই এই ইস্যুতে আক্রমণ শানিয়েছেন তিনি। এদিকে যার কাছে টাকা নিয়ে আদানিদের বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ উঠেছে মহুয়ার বিরুদ্ধে, সেই শিল্পপতি দর্শন হীরানন্দানি একটি বিবৃতিতে সব অভিযোগই কার্যত স্বীকার করে নিয়েছেন। তাঁর সেই হলফনামা সংসদের এথিক্স কমিটিতে জমা পড়েছে। এথিক্স কমিটির প্রধান তথা বিজেপি সাংসদ বিনোদ সোনকরের বক্তব্য, ‘‘সংসদের লগিং আইডি সাংসদ বাদ দিয়ে অন্য কারও ব্যবহার করা গুরুতর অপরাধ। যে অভিযোগ উঠেছে, তা সংসদের ইতিহাসে নজিরবিহীন।” মহুয়াকে বড় শাস্তি পেতে হবে বলেই ইঙ্গিত তাঁর। পালটা মহুয়ার তোপ, এথিক্স কমিটির প্রধান সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, যা লোকসভার নিয়মের বাইরে। আসলে কণ্ঠরোধ করার জন্যই তাঁকে যেনতেন উপায়ে লোকসভা থেকে বের করে দিতে চাইছে বিজেপি, অভিযোগ মহুয়ার।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।