টেট প্রার্থীদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে পথে নামল বিরোধীরা। গ্রেপ্তার মীনাক্ষী, রাস্তায় বসে বিক্ষোভ অগ্নিমিত্রার। ‘গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ’, দাবি বিশিষ্টদের। আগের অবস্থানেই অনড় প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্য জুড়ে টেট প্রার্থীদের আন্দোলনের মধ্যেই জারি নিয়োগ বিজ্ঞপ্তি। ঘোষিত জেলা ভিত্তিক শূন্যপদের সংখ্যাও। ঘূর্ণিঝড় সিত্রাং-এর মোকাবিলায় আরও তৎপর প্রশাসন।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. বৃহস্পতিবার মাঝরাতে করুণাময়ী থেকে টেট প্রার্থীদের বিক্ষোভ হঠিয়ে দেওয়ার পর পুলিশ তথা রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করে পথে নামল বিরোধীরা। মূলত বাম ছাত্র-যুব সংগঠনের ডাকে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলে শামিল হয় বিজেপিও। এদিন করুণাময়ীতে এসএফআই, ডিওয়াইএফআইয়ের মিছিলে পুলিশি ধরপাকড়ের পর গ্রেপ্তার করা হয় মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ একাধিক নেতাকে। এদিকে হেস্টিংসের দলীয় কার্যালয়ের সামনে থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে নামেন বিজেপির অগ্নিমিত্রা পল, সজল ঘোষরা। ধর্মতলার কাছাকাছি পুলিশ মিছিল রুখে দিলে রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন যুব মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। তাঁর দাবি, “হয় চাকরি দিন, নয়তো পদত্যাগ করুন। প্রতিবাদীদের আটকে রাখতে পারবেন না।” প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে এদিন মিছিলে শামিল হয় কংগ্রেসও।
এদিকে টেট আন্দোলনকারীদের উপর পুলিশের আচরণের নিন্দায় মুখর হয়েছেন টলিউড তারকা ও বিশিষ্টজনেরাও। ঘটনাটিকে ‘পশ্চিমবঙ্গের নাগরিকের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ’ বলে পেশ করা বিবৃতিতে সই করেছেন চিকিৎসক বিনায়ক সেন, অপর্ণা সেন, ডা. কুণাল সরকার, বিভাস চক্রবর্তী, সুমন মুখোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, রেশমি সেন, কৌশিক সেন, ঋদ্ধি সেন, বোলান গঙ্গোপাধ্যায়, দেবলীনা দত্তরা। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনীক দত্ত প্রমুখ।
2. টেট উত্তীর্ণদের আন্দোলন, অনশন, সবকিছুর পরেও আগের অবস্থানেই অনড় রইল প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্য জুড়ে বিক্ষোভের মাঝেই শুক্রবার ১১৭৬৫টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ। অনলাইনে আবেদন করা যাবে এদিন থেকেই।
আগেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার বিকেলে মোট শূন্যপদ ও কোন জেলায় পদ পদ ফাঁকা রয়েছে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০১৪ ও ২০১৭ সালে যাঁরা টেট পাশ করেছিলেন, কিন্তু নিয়োগ হয়নি, তাঁরা সকলেই এবার আবেদন করতে পারবেন। এদিকে ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত নট-ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের অভিযোগ ছিল, দুবার ইন্টারভিউ দিয়েও নিয়োগপত্র পাননি তাঁরা। ফলে নয়া নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা অংশ নেবেন না। সরাসরি নিয়োগ দিতে হবে তাঁদের। এই দাবিতে আমরণ অনশনের পথে হেঁটেছিলেন ওই চাকরিপ্রার্থীরা, যাঁদের বৃহস্পতিবার মাঝরাতে করুণাময়ী থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। আর শুক্রবারই শূন্যপদের সংখ্যা ঘোষণা করে পর্ষদ বুঝিয়ে দিল, কোনোভাবেই তাঁদের দাবি মেনে নেওয়ার পথে হাঁটছে না প্রশাসন। ইন্টারভিউয়ের মাধ্যমে যথাযথ পদ্ধতি মেনেই নিয়োগ করা হবে টেট উত্তীর্ণদের, এমনটাই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।