বাণিজ্য সম্মেলনে মমতার ভূয়সী প্রশংসা, আরও ২০ হাজার কোটি লগ্নির ঘোষণা আম্বানির। বিজিবিএসের মঞ্চেও বঞ্চনা নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। বাংলার মুখ সৌরভ গঙ্গোপাধ্যায়-ই। বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে রাজ্যের নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা মমতার। ন্যাশনাল হেরাল্ড মামলায় বড় পদক্ষেপ ইডির। বাজেয়াপ্ত কংগ্রেসের দুই সংস্থার ৭৫২ কোটি টাকার সম্পত্তি। দুই রাজ্যের ভোটের মুখে বেকায়দায় গান্ধীরা। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গড়ার পক্ষেই সওয়াল ভারতের।
হেডলাইন:
আরও শুনুন: 19 নভেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- বিশ বছর আগের পুনরাবৃত্তি, ফাইনালে অজি দাপটে বিধ্বস্ত টিম ইন্ডিয়া
বিস্তারিত খবর:
1. বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি। স্পষ্ট বুঝিয়ে দিলেন, ভারত যে গতিতে এগোচ্ছে, তার চেয়েও দ্রুত গতিতে এগোচ্ছে বাংলা। তিনি বলেন, “অটলবিহারী বাজপেয়ী যেমন বলেছিলেন আপনি সত্যিই অগ্নিকন্যা। আপনার নেতৃত্বে বাংলা সত্যিই ‘সোনার বাংলা’ হয়ে উঠেছে। সেকারণেই বাংলার মানুষ বারবার আপনার উপর আস্থা রাখছে।” বাংলার উন্নতির পরিসংখ্যান তুলে ধরে আগামী ৩ বছরে রাজ্যে আরও ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিলেন রিলায়েন্সের কর্ণধার।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেও এদিন কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজের পরেও টাকা না দেওয়ার অভিযোগে ক্ষোভপ্রকাশ করলেন তিনি। হতাশা জানালেন জিএসটি-র অংশ না পাওয়া নিয়েও। মঙ্গলবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনে মুকেশ আম্বানি, সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ দেশ-বিদেশের প্রতিনিধিদের সামনে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। শিক্ষাক্ষেত্র থেকে স্বাস্থ্য – সর্বত্র রাজ্যের সরকারি প্রকল্পের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও রাজ্যের প্রভূত উন্নতি হয়েছে।” আর এই আর্থিক প্রতিবন্ধকতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আরও একবার বঞ্চনার অভিযোগ শোনা গেল মমতার গলায়। এমনিতে বকেয়া ইস্যুতে বারে বারে সুর চড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের শাসক দল তৃণমূল। ইতিমধ্যেই ‘বঞ্চিত’দের সঙ্গে নিয়ে দিল্লিতেও গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু নানা পদক্ষেপের পরেও মেলেনি বকেয়া। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনেও তাই অভিযোগেরই সুর মমতার গলায়। এদিকে দেশ-বিদেশের প্রতিনিধিদের সামনে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে মুখ্যমন্ত্রীর সুর চড়ানো ঠিক নয় বলেই পালটা দাবি বিজেপির।
2. বাংলার মুখ সৌরভ গঙ্গোপাধ্যায়। সকলের প্রিয় ‘দাদা’-র উপরেই এবার আস্থা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করলেন মমতা।
দীর্ঘদিন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের ভূমিকায় দেখা গিয়েছে বলিউড বাদশা শাহরুখ খানকে। তবে ব্যস্ততার জন্য শাহরুখ বাংলায় বিশেষ সময় দিতে পারছেন না বলে সম্প্রতি জানিয়েছিলেন মমতা। তাই তাঁর পরিবর্তে বেছে নেওয়া হয়েছিল বাংলার অভিনেতা দেবকে। তবে এদিন মমতা স্পষ্ট করে দেন, বাংলার নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর প্রাক্তন ভারত অধিনায়কই। মাদ্রিদের বাণিজ্য সম্মেলনেও মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়েছিলেন সৌরভ। সেখান থেকে রাজ্যে ইস্পাত কারখানা তৈরির ঘোষণা করেছিলেন। তৃতীয় কারখানা গড়তে মুখ্যমন্ত্রীর সবরকম সহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছিলেন তিনি। এদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন সৌরভ। যদিও তিনি বিসিসিআই সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পরই জল্পনা শুরু হয়েছিল, এবার কি রাজনীতির ময়দানে পা রাখবেন সৌরভ? বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তাঁর সম্পর্কে সেই জল্পনা জোরালো হয়েছে আরও। এর মধ্যেই দাদার কাঁধে নতুন দায়িত্ব তুলে দিলেন মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।