যাত্রা শুরুর দ্বিতীয় দিনই বিপত্তি। প্রবল ঝড়বৃষ্টিতে মাঝপথে বিকল হাওড়া-পুরী বন্দে ভারত। মমতা বন্দ্যোপাধায়ের সঙ্গে দেখা করবেন আপ সুপ্রিমো কেজরিওয়াল। শুরু হল মদন মিত্রের রেফার করা রোগীর চিকিৎসা। সরকারি অফিসে কাজের এবং টিফিন টাইমের সময় বেঁধে দিল নবান্ন। সরকারি বিজ্ঞপ্তিতে ক্ষুব্ধ যৌথ মঞ্চ।মোদির জনপ্রিয়তায় মুগ্ধ জো বাইডেন। বরানগরে বিটি রোডের ওপর প্রাণ গেল টেলি অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তর।
হেডলাইন:
আরও শুনুন: 20 মে 2023: বিশেষ বিশেষ খবর- ‘জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য’, সাড়ে ৯ ঘণ্টা পর সিবিআই দপ্তর থেকে বেরিয়ে প্রতিক্রিয়া অভিষেকের
আরও শুনুন: 19 মে 2023: বিশেষ বিশেষ খবর- এবার বাতিল হচ্ছে ২০০০ টাকার নোট, বিজ্ঞপ্তি রিজার্ভ ব্যাংকের
বিস্তারিত খবর:
1. যাত্রা শুরুর দ্বিতীয় দিনেই বিপত্তি। প্রবল ঝড়বৃষ্টিতে হাওড়া ফেরার পথে বিকল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। রেল সূত্রে খবর, প্রাকৃতিক বিপর্যয়ের জন্যই মাঝপথে বিকল হয়ে পড়ে বন্দে ভারত। রবিবার বিকেল ৪টে ৪৮ মিনিট নাগাদ আচমকা ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার বেগে ঝড় বইতে শুরু করে। সেইসময় একটি গাছের ডাল ভেঙে পড়ায় ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে যায়। ট্রেনের ইঞ্জিনের উইন্ডস্ক্রিনও ভেঙে যায়। ফলে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় হাওড়া-পুরী বন্দে ভারত। জানা গিয়েছে, এদিন দু ঘণ্টারও বেশি এক জায়গায় দাঁড়িয়ে ছিল ট্রেনটি। এরপর রেল কর্মীরা মেরামতির কাজ শুরু করেন। তবে সেইসময় ট্রেনের সমস্ত কামরার আলো নিভে যায়। বন্ধ হয়ে যায় এসিও। ফলে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লাইভে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। যাত্রীদের দাবি, সময় কম লাগবে বলেই অতিরিক্ত টাকা খরচ করে এই এক্সপ্রেস ট্রেনে যাত্রা করেছিলেন। অথচ ঝড় উঠতেই চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের। সেই নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ যাত্রীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও যান্ত্রিক সমস্যা না মেটায় দাঁড়িয়েই রয়েছে বন্দে-ভারত এক্সপ্রেস।
2. লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্যে শান। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কলকাতায় আসছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দলীয় সূত্রে খবর, মঙ্গলবার কলকাতায় পা রাখবেন দিল্লির মুখ্যমন্ত্রী। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা হতে পারে। মনে করা হচ্ছে, বিরোধী স্ট্র্যাটেজি নিয়ে কথা হবে তাঁদের মধ্যে। পাশাপাশি কেন্দ্রীয় বিলের বিরোধিতায় তৃণমূল নেত্রীর সমর্থন চাইতে পারেন কেজরিওয়াল।
সম্প্রতি কেন্দ্র বিশেষ অর্ডিন্যান্স জারি করে দিল্লি সরকারের হাত থেকে বিশেষ ক্ষমতা কেড়ে নিয়েছে। আগামী সংসদ অধিবেশনে সেই বিল পাশ করানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। সেই বিলের বিরুদ্ধেই গোটা দেশের বিরোধীদের একজোট করতে চান কেজরিওয়াল। প্রত্যেক বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তিনি ব্যক্তিগতভাবে এনিয়ে আবেদন জানাবেন। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্যসভায় বিলটি পেশ হলে যাতে বিরোধীরা তা রুখে দিতে ঐক্যবদ্ধ হন, সেই চেষ্টা করবেন। এছাড়া বাংলার মতো দিল্লিতে কেন্দ্রীয় এজেন্সির ‘অতিসক্রিয়তা’ নিয়েও আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।