কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধরনায় বসার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর।আদানি ইস্যুতে সংসদে প্রতিবাদ তৃণমূলের। পিছোল ডিএ মামলার শুনানি। মামলার পরবর্তী শুনানি ১১ এপ্রিল। তিহাড় জেলেই ঠাঁই অনুব্রত মণ্ডলের। কুন্তলের বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট ইডি-র। দুর্নীতিতে ধৃত অয়ন-ঘনিষ্ঠ শ্বেতার সন্ধানে তদন্তকারীরা। সিভিক ভলান্টিয়ার্সদের কাজ নিয়ে পদক্ষেপ হাই কোর্টের। মহেশতলার বাজি কারখানায় বিস্ফোরণকাণ্ডে ধৃত বাড়ির মালিক। বন্ধ হতে পারে ফাঁসির সাজা।
হেডলাইন:
আরও শুনুন: 20 মার্চ 2023: বিশেষ বিশেষ খবর- ভারতসেরা মোহনবাগানকে ৫০ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. বাংলাকে নানা ক্ষেত্রে বঞ্চনা করছে কেন্দ্র। এই অভিযোগ নিয়ে এবার ধরনায় বসার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ২৯ ও ৩০ মার্চ কলকাতায় আম্বেদকর মূর্তির পাদদেশ ধরনায় বসবেন তিনি। এদিন ওড়িশা যাওয়ার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন,”কেন্দ্র এবারের বাজেটেও ১০০ দিনের টাকা কিছু দেয়নি, আবাস যোজনাতেও টাকা দেয়নি। অনেকবার আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে টাকা দেওয়ার কথা বলেছি। বারবার চিঠি লিখেছি। কিন্তু এখনও কিছু পাইনি। উলটে বিজেপির কথায় বারবার প্রকল্প পরিদর্শনে প্রতিনিধি পাঠাচ্ছে। ইডি, সিবিআইয়ের প্রেসিডেন্টের ভূমিকায় যেন বিজেপি।” এরপরই তিনি ঘোষণা করেন, “এই বঞ্চনার বিরুদ্ধে এবার আমি ধরনায় বসব। মুখ্যমন্ত্রী হিসেবেই বসব। আম্বেদকর মূর্তির পাদদেশে ২৯ তারিখ দুপুর থেকে বসব, কন্টিনিউ করব ৩০ তারিখ পর্যন্ত।” এদিনই সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টের খতিয়ান তুলে ধরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও। অন্যদিকে, আদানি ইস্যুতে ফের উত্তপ্ত সংসদ। মঙ্গলবার শিল্পপতি গৌতম আদানিকে গ্রেপ্তারির দাবিতে সংসদের মূল ফটক থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন সুস্মিতা দেব, সুদীপ বন্দ্যোপাধ্য়ায়রা। বিজয় চকে সাংবাদিক বৈঠক করে আদানিকে গ্রেপ্তারির পাশাপাশি এই ইস্য়ুতে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি করেছেন তাঁরা। পরবর্তীতে এই ইস্যুতে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে তৃণমূল।
2. সুপ্রিম কোর্টেও ধাক্কা সরকারি কর্মীদের। ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। মামলার পরবর্তী শুনানি হতে পারে আগামী ১১ এপ্রিল। ডিএ ইস্যুতে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্যের করা মামলা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে সুপ্রিম কোর্টে। নভেম্বরে দায়ের হওয়া স্পেশ্যাল লিভ পিটিশনে এপর্যন্ত শুনানি হয়েছে মাত্র একদিন। বারবার নিজেদের এই মামলা থেকে সরিয়ে নিয়েছেন বিভিন্ন বিচারপতি। শেষপর্যন্ত বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কুমারকে নিয়ে তৈরি হওয়া বেঞ্চে মঙ্গলবার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এদিন বিচারপতিরা জানান মামলার শুনানি প্রক্রিয়া দীর্ঘ হবে। মঙ্গলবার মামলার চাপ রয়েছে, এত দীর্ঘ শুনানি সম্ভব হবে না। তাই মামলায় নতুন করে শুনানির দিন ধার্য করেছেন তাঁরা। তবে শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত হতাশ ধর্মতলার ধরনারত সরকারি কর্মীরা। তাঁরা জানিয়েছেন, যতদিন না ডিএ নিয়ে কোনও আশ্বাস মিলছে, ততদিন অনশনের দাবিতে অনড় থাকবেন তাঁরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।