নিরাপত্তার চাদরে ঢাকল অযোধ্যা। মন্দির উদ্বোধনের আগে শহর জুড়ে র্যাফ-কমান্ডোর ভিড়। আইনি জটিলতা কাটিয়ে প্রতিষ্ঠা দিবস পালন আইএসএফের। কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে বিপত্তি। দুবাইয়ে শংকর আঢ্যর ছেলের সংস্থায় কোটি-কোটি টাকা লগ্নির খোঁজ। বিতর্কে পিছু হটল দিল্লি এইমস। রামমন্দির উদ্বোধনের দিনে বন্ধ থাকছে না আউটডোর। রামলালার প্রাণপ্রতিষ্ঠা লাইভ দেখবে যাদবপুর-জেএনইউও।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. রাম মন্দির উদ্বোধনের আগে নিরাপত্তার চাদরে মুড়ল অযোধ্যা। র্যাফ থেকে শুরু করে কমান্ডো, সন্ত্রাসদমন শাখা- নিরাপত্তার দায়িত্বে মোতায়েন বিশাল বাহিনী। যদিও রামমন্দিরের নিরাপত্তার দায়িত্ব পুরোপুরিভাবে তুলে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ পুলিশের হাতে। তাদের সন্ত্রাসদমন শাখার জওয়ানদেরও মোতায়েন করা হয়েছে নিরাপত্তা রক্ষার জন্য। ইতিমধ্যেই আমন্ত্রণ পত্র ছাড়া অযোধ্যায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ দেশ বিদেশের গণ্যমান্য অতিথিরা। তাঁদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই বিশেষ ব্যবস্থা। এদিকে, রামসেবায় সুন্দরবনের মধুর পর বাংলা থেকে গেল ‘চিনি আতপ চাল’। মোট ১ হাজার ১ কেজি চাল বালুরঘাট থেকে রামনগরীর উদ্দেশ্যে পাঠালেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। এছাড়া, পূর্ব মেদিনীপুর থেকে রাম মন্দিরে উপহার পাঠানো হয়েছে ফুল। রামমন্দির সাজানোর জন্য দিল্লির ব্যবসায়ীরা এজেন্ট মারফৎ চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল পূর্ব মেদিনীপুর থেকে কিনেছেন বলেই জানা গিয়েছে।
2. আইনি জটিলতা কাটিয়ে নেতাজি ইন্ডোরে প্রতিষ্ঠা দিবসের সভা করল আইএসএফ। রবিবাসরীয় সভায় দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকির বক্তব্য শুনলেন মাত্র ২০ জন। তাঁদের সঙ্গে নিয়েই বিকল্প রাজনীতি, সমাজ বদলের ডাক দিলেন নওশাদ। শাসকদলকে তাঁর চ্যালেঞ্জ, ৬ মাসের জন্য অর্থদপ্তর তাঁর হাতে ছেড়ে দেওয়া হোক। দেখিয়ে দেবেন কীভাবে চালাতে হয়। নইলে রাজনীতি ছেড়ে দেবেন। নওশাদের আরও বক্তব্য, “SF বিকল্প রাজনীতির সন্ধান করছে।” নেতার সাফ দাবি, তিনি ভোটের রাজনীতি করতে আসেননি। একইসঙ্গে সভা বন্ধের জন্য কোটি কোটি খরচ হচ্ছে বলেও অভিযোগ তোলেন নওশাদ। পাশাপাশি এদিনের সভা থেকে, আন্দোলনরত চাকরিপ্রার্থীদেরও পাশে থাকার বার্তা দিয়েছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।