অবশেষে উঠল ধরনা। বন্যাত্রাণে সাহায্যের হাত ডাক্তারদের। ‘জবাব দাও সিবিআই’, স্লোগান নিয়ে সিজিও কমপ্লেক্সে মিছিল আন্দোলনকারীদের। গরু পাচার মামলায় ২ বছর পর জামিন মঞ্জুর অনুব্রত মণ্ডলের। জেলমুক্তির সম্ভাবনা শনিবার। আর জি কর কাণ্ডের জট কাটাতে তৎপর সিবিআই। গুজরাটে সন্দীপের নারকো টেস্ট, ওসি অভিজিতের পলিগ্রাফের আর্জি। আদালতে কেন্দ্রীয় সংস্থা।ডিভিসির খামখেয়ালিতে ডুবছে বাংলা, মোদিকে নালিশ মমতার। ১৪৯ রানেই শেষ টাইগারদের ইনিংস।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. অবশেষে ধরনা তুলে নিয়ে কাজে ফিরছেন জুনিয়র ডাক্তাররা। যদিও স্বাস্থ্যভবনের সামনে আন্দোলনের চিহ্ন রেখে তাঁরা বুঝিয়ে দিলেন, দাবিপূরণ না হলে ফের আন্দোলনে নামবেন তাঁরা। একইসঙ্গে বন্যাপীড়িতদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁরা। দুর্গতদের পাশে দাঁড়াতে অভয়া ত্রাণ শিবির খোলা হচ্ছে, জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। ধরনাস্থলের অতিরিক্ত শুকনো খাবার, পোশাক, ওষুধ আগেই পাঠানো হয়েছে বন্যাকবলিত এলাকায়। অন্যদিকে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার পর, এদিন স্বাস্থ্যভবনের সামনে থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন জুনিয়র ডাক্তারেরা। দেখা যায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে ঘুরে গিয়েছে তাঁদের আক্রমণ। রহস্যের জট কাটবে কবে, সিবিআই-এর কাছে তার জবাব তলব করেই ধর্ষণ-খুনের বিচারের দাবি জিইয়ে রাখলেন চিকিৎসকেরা।
2. গরু পাচার মামলায় ২ বছর পর জামিন মঞ্জুর অনুব্রত মণ্ডলের। সিবিআইয়ের পর এবার ইডির মামলায় জামিন পেলেন তৃণমূল নেতা। তিহাড় জেল থেকে শনিবার মুক্তি পেতে পারেন অনুব্রত। পুজোর আগেই বীরভূমে ফিরবেন তিনি। জেলা নেতৃত্বের অনুমান, বীরভূমে অনুব্রত ফিরলে ফের জেলা সভাপতি হিসেবে দলের কাজ করবেন। তাঁর জেলযাত্রার ২ বছর কেটে গেলেও ওই পদে কাউকে বসাননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চব্বিশের লোকসভা ভোটের আগে বীরভূমে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভোটে যাতে কাজ করতে না পারে, সেই লক্ষ্যেই কেষ্টর জামিন খারিজ হচ্ছে। বস্তুত ভোট মিটে যাওয়ার তিন মাসের মধ্যে, পুজোর আগে সিবিআই এবং ইডি– দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলাতেই জামিন মিলল অনুব্রতর। চলতি মাসেই দিল্লি হাই কোর্টে জামিন মঞ্জুর হয়েছে অনুব্রতকন্যা সুকন্যারও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।