আপাতত দিল্লিতে নিয়ে যাওয়া যাবে না অনুব্রত মণ্ডলকে। অন্য এক মামলায় ৭ দিনের পুলিশ হেফাজত তৃণমূল নেতার। মামলা নিয়ে অমিত শাহের কাছে নালিশ শুভেন্দুর। নারদ-কাণ্ড নিয়ে বিরোধী দলনেতাকে পালটা কটাক্ষ কুণালের।আদালতের নির্দেশ মানল রাজ্য। হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে মৃতার পরিবার ৫ লক্ষ টাকা অর্থসাহায্য। খাড়গের মন্তব্য ঘিরে সরগরম সংসদ।
হেডলাইন:
আরও শুনুন: 19 ডিসেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- অনুব্রতকে দিল্লিতে জেরার অনুমতি, ইডি-র দাবিতেই স্বীকৃতি আদালতের
বিস্তারিত খবর:
1. গরুপাচার মামলায় ধাক্কা ইডির। অনুব্রত মণ্ডলকে তদন্তের জন্য দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি পেলেও এখনই তা সম্ভব হচ্ছে না। পুরনো এক মামলায় বীরভূমের তৃণমূল সভাপতিকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল দুবরাজপুর আদালত। সোমবারই গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরার অনুমতি পেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেইমতো তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতিও শুরু হয়। তবে মঙ্গলবারই আইনি বাঁক নিল অনুব্রতর মামলা। শিবঠাকুর মণ্ডল নামে এক তৃণমূল কর্মী সোমবার দুবরাজপুর থানায় অভিযোগ করেন, একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি দলবদলের ইচ্ছাপ্রকাশ করলে তাঁকে খুনের হুমকি দিয়েছিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁকে পার্টি অফিসে ডেকে গলা টিপে খুনের চেষ্টাও করেন অনুব্রত। এতদিন ভয় পেয়ে মুখ খোলেননি বলে দাবি ওই নেতার। সেই অভিযোগের ভিত্তিতেই অনুব্রতকে দুবরাজপুর আদালতে পেশ করে রাজ্য পুলিশ। পুলিশের তরফে ১৪ দিনের হেফাজত চাওয়া হলেও, ৭ দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত। এদিন অনুব্রতর জামিনের জন্যও আবেদন জানাননি কেউ। আইন অনুযায়ী, অনুব্রতকে দুবরাজপুর থানায় সিসিটিভির আওতায় পুলিশের হেফাজতেই থাকতে হবে। আগামী ২৭ তারিখ ফের আদালতে পেশ করা হবে নেতাকে। যদিও অনুব্রতর দিল্লিযাত্রা বিলম্বিত করতেই এহেন রাজনৈতিক ছক কষা হয়েছে, এমনটাই দাবি বিরোধী শিবিরের। এদিকে এইমামলা দায়ের পরই শিবঠাকুর মণ্ডলকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।
2. দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে, তাঁর নামে দায়ের হওয়া মামলা নিয়ে নালিশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিছুদিন আগেই কলকাতা সফরে এসেছিলেন শাহ। সেই সময়ই শুভেন্দু তাঁর সঙ্গে দেখা করার আরজি জানিয়েছিলেন। যার প্রেক্ষিতে মঙ্গলবার দিল্লিতে রাজ্যের বিরোধী দলনেতাকে সময় দেন শাহ। সেখানেই শাহের হাতে তাঁর নামে দায়ের হওয়া মামলার খতিয়ান তুলে দেন শুভেন্দু। সূত্রের খবর, এত মামলা দেখে বিস্ময় প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর অভিযোগ করেন বিরোধী দলনেতা। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ হয় শুভেন্দুর। তবে শাহের কাছে মামলা-নালিশ নিয়ে তাঁকে পালটা কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শুভেন্দুর তালিকায় নারদকাণ্ডে করা সিবিআই-এর এফআইআর আছে কিনা সে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, “শুভেন্দু অধিকারীর সেই তালিকায় ওঁর বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআরটা আছে তো! যাতে শাহের সিবিআই নারদের তোলাবাজিতে শুভেন্দুর নামে এফআইআর করে রেখেছিল। যেটা থেকে বাঁচতে শাহের জুতো পালিশ করতে গিয়েছেন শুভেন্দু। ওটা তো সবার আগে দিয়ে বলা উচিত।” শুধু বাংলার কেন, দিল্লির সিবিআইয়ের এফআইআরের তালিকাটাও দিলেন না কেন? শুভেন্দুর উদ্দেশে সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কুণাল ঘোষ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।