জনজোয়ারের ঠেলায় বিপাকে শ্রীভূমি। পুলিশের আর্জি মেনে পঞ্চমীর সন্ধেয় বন্ধ হয়ে গেল লাইট শো। পুজোর মরশুমে শব্দবাজির মাত্রায় ছাড় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের। কামদুনি কাণ্ডে এবার নয়া মোড়। মিলল না নিঃশর্ত মুক্তি, নিয়মিত থানায় হাজিরা দিতে হবে অভিযুক্তদের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঘটনায় এফআইআর নয়। হাই কোর্টের রায়ে স্বস্তি শুভেন্দুর। নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ জীবনকৃষ্ণ সাহা। গাজার হাসপাতালে ভয়াবহ হামলার পর প্যালেস্টাইনের পাশে ভারত। বিশ্বকাপে চতুর্থ জয়ের পথে টিম ইন্ডিয়া।
হেডলাইন:
আরও শুনুন: 18 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- পুজোর মুখেই হাওড়া স্টেশন থেকে উদ্ধার নগদ ৩২ লক্ষ, গ্রেপ্তার ২
আরও শুনুন: 17 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- সমলিঙ্গ বিবাহে ‘না’, যুগলদের সুরক্ষায় নির্দেশ সুপ্রিম কোর্টের
বিস্তারিত খবর:
1. লাইট শো দেখতে মহালয়া থেকেই নেমেছিল জনজোয়ার, যা সামলাতে কার্যত হিমশিম খেতে হয়েছে পুলিশ প্রশাসনকে। শেষ পর্যন্ত পুলিশের আর্জি মেনেই পঞ্চমীর সন্ধেয় বন্ধ হয়ে গেল শ্রীভূমির ‘ডিজনিল্যান্ডে’র লাইট শো। জানা গিয়েছে, লাইট শো-র দরুন সমস্যা তৈরি হচ্ছিল বিমানবন্দরেও। মণ্ডপসজ্জা দেখতে গিয়ে স্বাভাবিকভাবেই হতাশ দর্শনার্থীরা। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে মন খারাপ উদ্যোক্তাদের।
এদিকে পুজোর মরশুমে রাজ্যে বাড়ল শব্দবাজির মাত্রা। এমনিতে দূষণ ছড়ায় এমন বাজি নিষিদ্ধ করে কেবল পরিবেশবান্ধব বাজিকেই ছাড় দেওয়া হয়েছিল। এবার তার শব্দমাত্রায় ৯০ ডেসিবেলের বদলে ১২৫ ডেসিবেল পর্যন্ত ছাড় দিল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তবে ‘নিঃশব্দ অঞ্চল’ বা ‘সাইলেন্ট জোন’ থেকে একশো মিটারের মধ্যে মাইক্রোফোন বা শব্দবাজির ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে ভিড় সামলাতে পুজোর সময় অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হবে বলে ঘোষণা রেলের। পঞ্চমী থেকে দশমী রাত পর্যন্ত ১৮টি অতিরিক্ত ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে পূর্ব রেল।
2. কামদুনি কাণ্ড নিয়ে নতুন করে আইনি টানাপোড়েনের জেরে এবার নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের। কলকাতা হাই কোর্টের রায়ে যারা মুক্তি পেয়েছে, সেই অভিযুক্তদের মুক্তির উপরে একাধিক শর্ত আরোপ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, অভিযুক্তরা রাজারহাট পুলিশ স্টেশন এলাকার বাইরে যাবে না। সেক্ষেত্রে রাজারহাটের ওসির কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে তাদের। অনুমতি নেওয়ার সময়- কোথায় যাবে, কেন যাবে, সবিস্তারে জানাতে হবে। রাজারহাট থানায় প্রতি মাসের প্রথম ও তৃতীয় সোমবার হাজিরা দিতে হবে তাদের। থানায় জমা দিতে হবে পাসপোর্টও। যে মোবাইল নম্বর ব্যবহার করবে সেটিও থানায় জানাতে হবে, জানাতে হবে ঠিকানা বদল হলেও।
২০১৩ সালে কামদুনিতে কলেজছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার ১০ বছর পর রায় ঘোষণা করেছে কলকাতা হাই কোর্ট। সেখানেই ডিভিশন বেঞ্চ মূল অভিযুক্ত আনসার আলি ও সইফুল আলির মৃত্যুদণ্ড রদ করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে বেকসুর খালাস হয় বাকি চারজন দোষী। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে স্পেশাল লিভ পিটিশন। সেই প্রেক্ষিতেই এদিন শর্ত আরোপ করল শীর্ষ আদালত।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।