নাম ঘোষণার পরদিনই বাংলার নবনিযুক্ত রাজ্যপালকে ফোন মুখ্যমন্ত্রীর। আগামী সপ্তাহেই হতে পারে শপথগ্রহণের অনুষ্ঠান। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির জের। এবার মুর্শিদাবাদের স্কুল ইন্সপেক্টরদের তলব করল সিবিআই। নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। রাষ্ট্রপতিকে কুমন্তব্য ইস্যুতে অনুতপ্ত অখিল গিরি। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বসমক্ষে ক্ষমাপ্রার্থনায় ‘লজ্জিত’ তৃণমূল বিধায়ক। পূর্বাভাস মেনেই পিছোল সংসদের শীতকালীন অধিবেশন। জেলের ভিতরেই দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের হাত-পা মালিশ। ভাইরাল হওয়া ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. আগামী সপ্তাহেই শপথ নিতে পারেন বাংলার নবনিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস? শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ফোনালাপের পর এমনই প্রশ্ন উঠে এসেছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, শপথ নেওয়ার দিন হিসাবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে ২১ অথবা ২৩ নভেম্বর প্রস্তাব করা হয়েছে। তবে ব্যক্তিগত সূত্রের খবর,আগামী ২৩ নভেম্বরের পরই শপথ নিতে পারেন রাজ্যপাল। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে বাংলার নতুন রাজ্যপাল হিসাবে সি ভি আনন্দ বোসের নাম ঘোষণা করা হয়। পরের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে কথা হয় তাঁর। মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে আপ্লুত হয়ে তিনি এদিন বলেন, “মুখ্যমন্ত্রী আমার সঙ্গে খুবই ভালভাবে এবং ডিগনিফায়েডভাবে কথা বলেছেন। আমাদের দু’জনের মধ্যে অনেক কথা হয়েছে। যেটা আমি প্রকাশ করতে পারব না। আমি খুবই খুশি যে তিনি এই ফোন করার উদ্যোগ নিয়েছেন। আমাদের দু’জনের মধ্যে খুবই সুমধুর কথাবার্তা হয়েছে।” একইসঙ্গে বাংলার রাজ্যপাল হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন বলেই জানিয়েছেন সি ভি আনন্দ বোস। তবে তাঁর পূর্ববর্তী রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্যের শাসক দলের মতবিরোধকে সংঘাত বলে মানতে নারাজ তিনি। তাঁর মতে গণতন্ত্রে মতানৈক্য হতেই পারে, তাকে সংঘাত বলা চলে না।
2. নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার সিবিআইয়ের নজরে মুর্শিদাবাদ জেলার স্কুল ইন্সপেক্টররা। সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলার কয়েকটি ব্লকে প্রাথমিক শিক্ষক নিয়োগে বেশকিছু বেনিয়ম ঘটেছে। সে বিষয় বিস্তারিত তথ্য পেতেই বিভিন্ন সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শকদের জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুর্শিদাবাদের একাধিক ব্লকে প্রাথমিক শিক্ষক নিয়োগে চাকরি দেওয়ার ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ উঠেছে। বড়ঞা উত্তর, বেলডাঙ্গা পূর্ব, নবগ্রাম পশ্চিম, সুতি, নওদা উত্তর-সহ বিভিন্ন সার্কেলের এসআইদের ইতিমধ্যেই ডেকে পাঠানো হয়েছে নিজাম প্যালেসে। আগামী ২১ নভেম্বর তাঁদের হাজিরার দিন। যদিও এপ্রসঙ্গে জেলা প্রাথমিক বোর্ডের চেয়ারম্যান কিছু বলতে চাননি। তবে জেলা বিদ্যালয় পরিদর্শক নৃপেন কুমার সিনহা বলেন, “সিবিআই যে সহযোগিতা চাইছে সেটা অবশ্যই করা হবে।” সিবিআইয়ের তালিকা অনুযায়ী ওই অবর বিদ্যালয় পরিদর্শকদের সঙ্গে যোগাযোগ করে নিজাম প্যালেসে যাওয়ার প্রস্তুতিও শুরু হচ্ছে বলে জানা গিয়েছে। সেখানে তাঁদের জেরা করে বেআইনি নিয়োগের হদিশ মিলবে বলেই মনে করছেন তদন্তকারীরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।