গরুপাচার মামলায় বড় ধাক্কা অনুব্রত মণ্ডলের। মিলল তৃণমূল নেতাকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার অনুমতি। ইডির আবেদনেই মান্যতা দিল আদালত। কলকাতা মেডিক্যাল কলেজের আন্দোলনে আপাতত ইতি। ১২ দিনের মাথায় অনশন প্রত্যাহার পড়ুয়াদের। নির্বাচন করবেন নিজেরাই, দাবি আন্দোলনকারীদের। বিশ্বকাপ ফাইনালের পর বিক্ষোভে উত্তাল ফ্রান্স। লাঠিচার্জ পুলিশের। বিশৃঙ্খলা ভারতেও। ফ্রান্স ও আর্জেন্টিনা সমর্থকদের হাতাহাতিতে কেরলে মৃত ১, আহত ৩।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. গরুপাচার মামলায় বড়সড় ধাক্কা অনুব্রত মণ্ডলের। ইডির আবেদনেই মান্যতা দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। জানানো হয়েছে, অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি।
গরুপাচার মামলায় গ্রেপ্তারের পর থেকেই অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চেয়েছিল কেন্দ্রীয় সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের ধারনা, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা করলে অনেক অজানা তথ্যই বেরিয়ে আসবে। এ নিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে মামলা দায়ের করে ইডি। অনুব্রত মণ্ডল দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেও পরে সেই মামলা ফিরে আসে রাউস অ্যাভিনিউ কোর্টেই। সোমবার আদালত জানায়, ইডির তরফে তদন্তের স্বার্থে অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে। যদিও ইডি কেন ধৃতদের দিল্লিতে নিয়ে যেতে তৎপর, এই প্রশ্ন তুলে কেন্দ্রের সঙ্গে তদন্তকারী সংস্থার আঁতাতের অভিযোগ এনেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।
2. নির্বাচনের দাবিতে গত ১১ দিন ধরে অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। টানা ২৬৪ ঘণ্টার পরে অবশেষে সেই অনশন ভাঙলেন আন্দোলনকারীরা। যে নির্বাচনের দাবিতে অনশনে বসেছিলেন তাঁরা, সে প্রসঙ্গে পড়ুয়ারা জানিয়েছেন, নিজেদের ভোট তাঁরা নিজেরাই করিয়ে নেবেন। ২২ তারিখ হবে সেই নির্বাচন। যদিও ওই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোমবার মিছিল করেন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। সঙ্গে যোগ দেন সমাজকর্মী ও চিকিৎসক বিনায়ক সেন, অম্বিকেশ মহাপাত্র-সহ ডক্টরস ফোরামের চিকিৎসকেরা। মিছিল শেষে অনশন ভাঙার কথা ঘোষণা করেন পড়ুয়ারা। বিনায়কের হাতে ফলের রস খেয়েই অনশন ভাঙেন তাঁরা। আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, আর স্বাস্থ্য প্রশাসনের মুখাপেক্ষী না থেকে নির্বাচনের পুরো প্রক্রিয়া তাঁরাই দেখবেন। এমবিবিএসের চারটি বর্ষে ৫টি করে মোট ২০টি পদে নির্বাচন হবে। যা পরিচালনা করবেন চার বিশিষ্ট ব্যক্তি। নিজেরাই ছাত্র সংসদ নির্বাচন করবেন পড়ুয়ারা, এই মর্মেই আপাতত অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের আন্দোলনকারীরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।