আরজি কর খুন ধর্ষণে আমৃত্যু কারাদণ্ড সঞ্জয়ের। নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ রাজ্যকে। হতাশ অভয়ার পরিবার। ‘এটা বিরলতম ঘটনাই’, দাবি মমতার। সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাই কোর্টে রাজ্য। ১০ লক্ষ টাকার বন্ডে ইডির মামলায় জামিন পার্থর, তবে এখনই জেলমুক্তি নয়। শাস্তি প্রত্যাহারের দাবিতে মমতাকে চিঠি মেদিনীপুর হাসপাতালের সাসপেন্ড ৭ পিজিটির। বিবাহবন্ধনে অলিম্পিকে জোড়া পদকজয়ী নীরজ চোপড়া।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. আর জি কর ধর্ষণ-খুন মামলায় দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের সাজা দিল শিয়ালদহ আদালত। একইসঙ্গে নিহতের পরিবারকে রাজ্য সরকারের তরফে ১৭ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে। দোষী সঞ্জয় রায়েরও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক।
সোমবার এজলাসে নিজের কথা তুলে ধরে সঞ্জয়। কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদেও ফেলে দোষী সিভিক। দোষীকে আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়ে বিচারক অনির্বাণ দাস বলেন, ‘দেখে মনে হয়নি, বিরলের মধ্যে বিরলতম ঘটনা।’ যদিও সাজা শুনে নির্লিপ্ত থাকতে দেখ গিয়েছে সঞ্জয়কে। আদালতে দাঁড়িয়েই, ‘বদনাম হয়ে গেলাম’, এমনটা বলতে শোনা যায় তাঁকে। তবে ঘটনায় অন্যরা জড়িত দাবি করেও, কোনও নাম বলেনি দোষী। তবে আদালতের এই রায়ে শুনে হতাশ নির্যাতিতার পরিবার। দিন আদালতে বসে কেঁদে ফেলেন অভয়ার বাবা-মা। বিচারক রাজ্যকে যে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন, তা নিতেও অস্বীকার করেছেন তাঁরা। একইসঙ্গে ফের সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নির্যাতিতার বাবা। তাঁর দাবি, সঞ্জয়কে ঠিকমতো জেরা করা হয়নি।
2. আর জি কর কাণ্ড বিরলতম ঘটনাই। দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই যুক্তিতেই দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য। সোমবার সোশাল মিডিয়ায় ‘অভয়া’ কাণ্ডে রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের কথা জানান খোদ মুখ্যমন্ত্রী।
সোমবার আদালতের রায় শুনেই অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা। বলেন, ‘আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করেছিলাম। এখনও তাই করছি। আদালতের রায় নিয়ে কিছু বলব না।’ বিগত কয়েকমাসে পশ্চিমবঙ্গে তিনটি ধর্ষণ-খুন মামলায় ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। সে প্রসঙ্গ উল্লেখ করে মমতা আরও বলেন, ‘এই মামলা আমাদের হাতে থাকলে অনেক আগেই মৃত্যুদণ্ড ঘোষণা করিয়ে দিতাম। কিন্তু কেসটা আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল।’ এরপরই দোষী সঞ্জয়কে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী দাবি করেন, ‘এই ধরনের নরপিশাচের চরমতম শাস্তি হওয়া উচিত। ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম।’ একইভাবে, সঞ্জয়ের সাজা শুনে অখুশি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “সঞ্জয় রায়ের মতো ধর্ষকদের জেলে রাখার কোনও অর্থই নেই। এটা করদাতাদের অর্থ অপচয় ছাড়া আরও কিছুই না।” দোষী সঞ্জয়ের ফাঁসি হওয়া উচিত, এমনটাও বলছেন অভিষেক। পাশাপাশি আদালতের রায়ে হতাশ টলিউড সহ বিভিন্ন মহল। সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভয়ার প্রতিবেশীরাও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।