সিবিআই-এর জেরার মুখে পার্থ চট্টোপাধ্যায়। হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে ফের আবেদন রক্ষাকবচের। ইস্তফা এসএসসির চেয়ারম্যানের। দায়িত্বে এলেন এক আইএএস আধিকারিক। সিবিআই তলবে সাড়া দিয়ে হাজিরা তৃণমূল নেতা পরেশ পালের। জেলা সফরে গিয়েও কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। পশ্চিম মেদিনীপুরে দলীয় কর্মীদের কড়া বার্তা। এএফসি কাপের শুরুতেই ধাক্কা মোহনবাগানে। রক্ষণের ভরাডুবিতে গোকুলামের কাছে হারল গঙ্গাপারের ক্লাব।
হেডলাইন:
আরও শুনুন: 16 মে 2022: বিশেষ বিশেষ খবর- জ্ঞানবাপীতে শিবলিঙ্গ মেলার দাবি, সংশ্লিষ্ট অঞ্চল ‘সিল’ করল আদালত
বিস্তারিত খবর:
1. আদালতের নির্দেশে সিবিআই দপ্তরে হাজিরা দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাই। এরই পাশাপাশি এসএসসির গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তদন্তে অসহযোগিতা করলে পার্থকে হেফাজতে পর্যন্ত নিতে পারবে সিবিআই। এমনকী, মুক্ত ও স্বচ্ছ সমাজ গড়ার স্বার্থে পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেছে আদালত। এই রায়ের পালটা হিসাবে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলে, সেখানেও ধাক্কা খেতে হয় পার্থকে। মামলা দায়েরে পদ্ধতিগত ত্রুটির জন্য তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ হয়ে যায়। ফলে বাধ্য হয়েই কোনও রকম রক্ষাকবচ ছাড়াই বুধবার বিকেলে সিবিআই দপ্তরে হাজির হন তিনি। যদিও এরই মধ্যে আবার প্রধান বিচারপতির কাছে ফের রক্ষাকবচ চেয়ে আবেদন করেছেন পার্থবাবু। মেল মারফত প্রধান বিচারপতির কাছে নিজের আবেদনের দ্রুত শুনানির আরজিও জানিয়েছেন তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, জারি রয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব।
২. পদত্যাগ করলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। ৪ মাস আগেই এসএসসির চেয়ারম্যান পদে এসেছিলেন তিনি। তাঁর পরিবর্তে এই দায়িত্ব পালন করবেন আইএএস শুভ্র চক্রবর্তী। বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে। ৬ বছর পর ফের হতে চলেছে এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষা। সেই প্রক্রিয়া শুরু হওয়ার আগে নিয়োগকারী সরকারি সংস্থা স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র শীর্ষপদে বদল আনল রাজ্য সরকার। বুধবার আইএএস অফিসার শুভ্র চক্রবর্তীকে এসএসসি–র চেয়ারম্যান পদে বসানো হল। তিনি সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তা পদে আছেন। স্কুলশিক্ষা দপ্তর এদিন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে ওই অফিসার দু’টি দায়িত্বই পালন করবেন। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ বলে দাবি রাজ্যের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।