কেরিয়ারের একেবারে প্রান্তে এসে বিশ্বকাপ জয়েরও স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। ক্রিকেটার হিসাবে যা অধরা থেকেছে, কোচ হিসাবে সেই বিশ্বকাপ ছুঁয়ে উচ্ছ্বাস গোপন করতে পারেননি। চেনা রাহুল দ্রাবিড়কে সেই অচেনা রূপে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। হয়তো সেই মুহূর্তটাই ছিল এক বৃত্তপূরণ। তো এহেন রাহুল দ্রাবিড়ের বায়োপিক যে হতে পারে, তা নিয়ে কারও দ্বিমত নেই।
ভারতবর্ষে দ্বিতীয় রাহুল দ্রাবিড় হতে পারে? শুধু দেশ কেন, গোটা বিশ্বই জানে দ্রাবিড়ের কোনও বিকল্প নেই। ‘দ্য গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া’ এক এবং অদ্বিতীয়। তবে, বাস্তবে বিকল্প না থাকলেও, সেলুয়েডের পর্দায় কেউ রাহুল দ্রাবিড় হয়ে উঠতেই পারেন। যদি তাঁর বায়োপিক হয়, তাহলে কাউকে না কাউকে তো রাহুলের ভূমিকায় অভিনয় করতেই হবে। তা বায়োপিক নিয়ে দ্রাবিড়ের অন্তত কোনও আপত্তি নেই।
সম্প্রতি যুবরাজ সিং-এর বায়োপিকের ঘোষণা হয়েছে। যুবরাজের ভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়ে জল্পনাও চলছে। এর মধ্যেই দ্রাবিড়ের বায়োপিক নিয়ে চলছে মৃদু কথাবার্তা। ভারতীয় ক্রিকেটের বিস্ময়-প্রতিভা দ্রাবিড়। শুধু ক্রিকেটে নয়, নিজের জীবন আর ক্রিকেট মিলিয়ে তিনি যে ভিন্ন দর্শন গড়ে তুলেছেন, তা আলাদা করে নজর কাড়ে। বিশেষত যে সময়ে তিনি খেলেছেন, সেই নব্বইয়ের উত্তাল হাওয়ার ভিতর তিনি যেমন শান্ত-সমাহিত থাকার পাঠ দিয়েছেন গোটা বিশ্বকে, তা বিরল বলা চলে। তবে, তা বলে কি তার ব্যাট আগ্রাসী হয়ে ওঠেনি! যেখানে দরকার হয়েছে, সেখানেই তা হয়ে উঠেছে। বলা যায়, ভারতীয় ক্রিকেটে প্রতিরোধের আর এক নাম রাহুল দ্রাবিড়। সমস্ত বাউন্সারের ঔদ্ধত্যকে যেভাবে তিনি উইলোর শাসনে বশ করেছেন, তার তুলনা নেই।
আরও শুনুন: লোভী পৃথিবীতেও থেকে যায় যে মুগ্ধ দ্রাবিড়বাদ
অথচ সাফল্য? যেন তাঁর সঙ্গে সাপলুডো খেলেছে। অবিশ্বাস্য প্রতিভা নিয়েও তিনি খানিক আড়ালে, একটু যেন পিছনে। সাফল্যের সিঁড়ি ভেঙেছেন ঘাম ঝরিয়ে, তবে সব আলো ঘুরে গিয়েছে অন্য কারও মুখে, এমনও হয়েছে বহুবার। আবার নিজে যখন স্টিয়ারিং হাতে নিয়েছেন তখন হাজার বিতর্ক এসে আচ্ছন্ন করেছে তাঁর কেরিয়ার। এমনকী কখনও তিনি ক্রিকেটপ্রেমীদের কাছে হয়ে উঠেছেন ‘ভিলেন’ কখনও আবার ‘শাপগ্রস্ত দেবদূত’।
তবে, তিনি রাহুল দ্রাবিড়। ঝড়ো হাওয়ার উচ্ছ্বাস নন; সাধনার শুদ্ধতা তো বটেই; ক্রিকেট তাঁর কাছে সাধনা। আর সেই মন্ত্রই তিনি ফেরি করেছেন উত্তরকালে। ফলে, সাফল্য একেবারে অধরাও থাকেনি। কেরিয়ারের একেবারে প্রান্তে এসে বিশ্বকাপ জয়েরও স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। ক্রিকেটার হিসাবে যা অধরা থেকেছে, কোচ হিসাবে সেই বিশ্বকাপ ছুঁয়ে উচ্ছ্বাস গোপন করতে পারেননি। চেনা রাহুল দ্রাবিড়কে সেই অচেনা রূপে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। হয়তো সেই মুহূর্তটাই ছিল এক বৃত্তপূরণ।
তো এহেন রাহুল দ্রাবিড়ের বায়োপিক যে হতে পারে, তা নিয়ে কারও দ্বিমত নেই। খোদ দ্রাবিড়েরও তেমন আপত্তি নেই। তবে, অভিনয় করবেন কে? সে প্রশ্ন শুনে খানিক ঠাট্টা করেই তিনি বলে ফেললেন, ভালো পারিশ্রমিক পেলে তিনি নিজেই নাহয় নিজের ভূমিকায় অভিনয় করবেন।
মজা করেই বলেছেন এ কথা। তবে, দ্রাবিড়ের বায়োপিক হলে, কে নামভূমিকায় অভিনয় করতে পারেন তা কিন্তু কৌতূহলেরই বিষয়। আসুন, আমরাও বরং একটু ভাবতে থাকি।