যাদবপুরে শুভেন্দুকে খুনের চেষ্টা করেছে অতি-বাম পড়ুয়ারা, অভিযোগে এফআইআর দায়ের নেতার। বিজেপি যুব মোর্চার মঞ্চ ভাঙল পুলিশ, গ্রেপ্তার ১২। বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি না থাকার অভিযোগে সরব তৃণমূল। মামলায় পার্টি করা হল আনন্দ বোসকে। হিমাচল প্রদেশে ৭৫ ছাড়াল মৃতের সংখ্যা, ক্ষতি অন্তত ১০ হাজার কোটির। জাতীয় বিপর্যয় ঘোষণার দাবিতে কেন্দ্রকে চিঠি মুখ্যমন্ত্রীর। ডোপ পরীক্ষায় ব্যর্থ দ্যুতি চাঁদ। পদকজয়ী অ্যাথলিটকে ৪ বছরের জন্য নির্বাসনের সাজা নাডা-র। ডোপিং এজেন্সি-র রায়কে পালটা চ্যালেঞ্জ স্প্রিন্টারের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. যাদবপুরে অশান্তির ঘটনায় এবার পুলিশের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাদবপুরে তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল, এই অভিযোগে অতি-বাম পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি, এমনটাই জানালেন টুইটে। ছাত্রমৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়েছিলেন শুভেন্দু। তিনি বক্তব্য রাখার সময় কালো পতাকা দেখানো হয় অতি-বাম ছাত্র সংগঠনের তরফে। এরপরই দুই সংগঠনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সেই ইস্যুতেই শুক্রবার টুইট করেছেন শুভেন্দু অধিকারী।
এদিকে ছাত্রমৃত্যুর ঘটনায় বিজেপির যুব মোর্চাকে প্রতিবাদ মঞ্চ গড়ার অনুমতি দেয়নি পুলিশ। তা উপেক্ষা করে যুব মোর্চার সদস্যরা জমায়েত করলে তাঁদের হঠিয়ে মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সেখান থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি। এরপর বিশ্ববিদ্যালয়ের গেটে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন যুব মোর্চার সদস্যরা। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে যাদবপুরের ঘটনায় এবার রিপোর্ট তলব করল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। ৭ দিনের মধ্যে দেওয়া হল রিপোর্ট পেশের নির্দেশও।
2. রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে বেনজির পদক্ষেপ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি নেই কেন, এই অভিযোগে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছিল মামলা। তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সুদীপ রাহার সেই মামলায় এবার পার্টি করা হল আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে।
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে সিসিটিভি বসানো-সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করছেন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা। ওই মামলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারী। তাঁর বক্তব্য, আচার্য হিসাবে রাজ্যপালই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদাধিকারী। তাছাড়া যে সময় ঘটনাটি ঘটেছে সেসময় বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন ছিল। তাই মামলায় তাঁকেও যুক্ত করা হোক। আচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। আগামী সোমবার হতে পারে মামলার শুনানি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।