মালবাজারে পৌঁছেই নিহতদের বাড়িতে মুখ্যমন্ত্রী। পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন মমতা। ছিলেন মুখ্যসচিব দ্বিবেদী, মন্ত্রী অরূপ বিশ্বাসও। সৌরভ বঞ্চিত, দাবি মমতার। মহারাজকে আইসিসি-তে পাঠানোর জন্য অনুরোধ মোদিকে। সৌরভ বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর নন কেন, পালটা শুভেন্দুর। প্রাথমিক শিক্ষক নিয়োগে বাধা নেই। আগামী ২১ অক্টোবর থেকেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে পর্ষদ।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. সোমবার বিকেলে মালবাজারে নেমেই মাল নদীতে বিসর্জনের সময় দুর্ঘটনায় নিহতদের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালবাজারের ১০ নং ওয়ার্ড এলাকায় সৌম্য অধিকারী, তপন অধিকারীর বাড়িতে পৌঁছে যান তিনি। সেখান থেকে বেরিয়ে শুভাশিস লাহা, বিভা পণ্ডিতের বাড়িতেও যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী, মন্ত্রী অরূপ বিশ্বাস। পরিবারের সদস্যদের সঙ্গে বসে কথা বলেন মমতা। আশ্বাস দেন পাশে দাঁড়ানোর। রাজ্যের প্রশাসনিক প্রধানকে কাছে পেয়ে আপ্লুত স্বজনহারা পরিবারগুলিও। এদিন তাঁদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “ওই বিপদের সময় যাঁরা খুব কাজ করেছেন, বিশেষত ওই ছেলেটি, যে অনেকের প্রাণ বাঁচিয়েছে, তাকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই।” মঙ্গলবার জলপাইগুড়িতে মমতার প্রশাসনিক সভা। সেখানে নিহতদের পরিবারের সদস্যদের হাজির থাকতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2. দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশে এবার খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে মমতার সরাসরি বার্তা, “সৌরভের সঙ্গে প্রতিহিংসার রাজনীতি নয়। আইসিসি নির্বাচনের জন্য সৌরভকে পাঠানো হোক।” এদিকে মমতার সওয়ালের পালটা দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, ”সৌরভকে যদি বাংলার রত্ন বলে মনে করতেন মুখ্যমন্ত্রী, তাহলে শাহরুখ খানকে সরিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করতেন।”
বিসিসিআই থেকে অপসারণের পর সৌরভের আইসিসি-তে যাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। এই পরিস্থিতিতেই এবার তাঁকে সমর্থন জানিয়ে মুখ খুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। এদিন মালবাজারে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বলেন, “সুপ্রিম কোর্টের রায় সৌরভের জন্যও ছিল, অমিত শাহের ছেলের জন্যও ছিল। সৌরভ নেই অথচ বিসিসিআইয়ে থেকে গেলেন অমিতবাবুর ছেলে। আমার প্রশ্ন সৌরভকে বাদ দেওয়া হল কেন?” সৌরভ বঞ্চিত, তাঁকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে বলেও দাবি মমতার। সব মিলিয়ে, বোর্ড থেকে সৌরভের বাদ পড়াকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক মহলও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।