‘অগ্নিপথ’ ইস্যুতে উত্তপ্ত দেশ। জ্বলছে একাধিক রাজ্য। বিক্ষোভের আঁচ ছড়াল বাংলাতেও। আন্দোলনের জেরে একাধিক স্টেশনে ব্যাহত ট্রেন পরিষেবা। প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। দাপট দেখাল কলকাতা-সহ পাঁচ জেলা। প্রথম দশে CBSE বোর্ডের দাপট। পাশের হারে এগিয়ে রাজ্য বোর্ড। প্রধানমন্ত্রী মোদিকে বাংলার আম পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহরে বাড়ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। নয়া নিয়মে ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০। খেলা হবে আমেরিকা, কানাডা, মেক্সিকোর ১৬টি শহরে।
হেডলাইন:
আরও শুনুন: 15 জুন 2022: বিশেষ বিশেষ খবর- রাষ্ট্রপতি নির্বাচনে মমতার ডাকে একজোট বিরোধীরা
বিস্তারিত খবর:
1. সেনায় ‘অগ্নিপথ’ প্রকল্প ঘোষণার পরই দেশজুড়ে বিক্ষোভ। রাজনৈতিক চাপের জেরে রীতিমতো কোণঠাসা কেন্দ্র। একপ্রকার বাধ্য হয়েই অগ্নিপথ প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। কিন্তু তারপরেও শুক্রবার বিক্ষোভের আঁচে উত্তাল হল দেশ। বিশেষ করে চিন্তা বাড়াচ্ছে বিহারের পরিস্থিতি। টানা তিনদিন ধরে বিক্ষোভ চলছে সে রাজ্যে। এদিন বিহারের মাহিউদ্দিন এবং লখমিনিয়া স্টেশনে একাধিক ট্রেনে আগুন লাগায় বিক্ষোভকারীরা। আগুন লাগানো হয়েছে জম্মু-তাওয়াই এক্সপ্রেসেও। তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ রেলস্টেশনে ভাঙচুর চালানো ছাড়াও একটি ট্রেন জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা। হিংসার ফলে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। প্রতিবাদে উত্তাল দিল্লি, হরিয়ানা, বারাণসী-সহ একাধিক রাজ্য। বিক্ষোভের আঁচ ছড়িয়েছে বাংলাতেও। শুক্রবার সকাল থেকে ঠাকুরনগর, ভাটপাড়া, হাওড়া, পুরুলিয়া-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখালেন সেনাবাহিনীর চাকরিপ্রার্থীরা। একাধিক স্টেশনে বিক্ষোভের জেরে ব্যাহত হল ট্রেন পরিষেবাও।
2. একুশে জুলাইয়ের সমাবেশের জন্য তোলা যাবে না চাঁদা। কেউ নির্দেশ অমান্য করলে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত। সমাবেশের প্রস্তুতি বৈঠকে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এছাড়া উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের বাসিন্দাদের আরও বেশি করে সমাবেশে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হল এদিনের বৈঠকে।
প্রতি বছর ২১ জুলাইয়ের সমাবেশ থেকে দলের গোটা বছরের কর্তব্য ঠিক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরে কীভাবে সমাবেশের আয়োজন করা হবে, তা স্থির করতে এদিন মেট্রোপলিটনের তৃণমূল ভবনে প্রস্তুতি বৈঠক করেন অভিষেক। ওই বৈঠকেই তিনি সাফ বলেন, “একুশে সমাবেশের জন্য ১০ পয়সাও চাঁদা নেওয়া যাবে না। যদি কেউ দলের নির্দেশ অমান্য করে চাঁদা আদায় করে, তবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল। ২৪ ঘণ্টার মধ্যে করা হবে বহিষ্কার।”
পরপর দু’বছর ভারচুয়ালি একুশে জুলাই পালনের পর চলতি বছরে ফের ধর্মতলায় ফিরছে এই সমাবেশ। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই চব্বিশের লড়াইয়ের প্রস্তুতি নিতে ঝাঁপাবে তৃণমূল, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।