সংখ্যালঘু তোষণের অভিযোগের জবাব মুখ্যমন্ত্রীর। ‘নমাজ পড়ি না, ইফতারে অংশ নিলে আপত্তি কোথায়?’ সর্বধর্ম সমন্বয়ের পক্ষেই সওয়াল মমতার। প্রাথমিক টেট দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের রাজ্যের। SLST চাকরিপ্রার্থীদের অনশন মঞ্চে পুলিশি হানা। অনশনকারীদের জোর করে তুলে দেওয়ার অভিযোগ। বুলডোজার কাণ্ডে সুপ্রিম তোপের মুখে যোগী সরকার।
হেডলাইন:
আরও শুনুন: 15 জুন 2022: বিশেষ বিশেষ খবর- রাষ্ট্রপতি নির্বাচনে মমতার ডাকে একজোট বিরোধীরা
আরও শুনুন: 14 জুন 2022: বিশেষ বিশেষ খবর- তৃণমূলের ভয়েই মুখ্যমন্ত্রী বদল, ত্রিপুরা সফরে বিজেপিকে তোপ অভিষেকের
বিস্তারিত খবর:
1. সংখ্যালঘু তোষণের তিরে একাধিকবার তাঁকে বিদ্ধ করেছে বিরোধীরা। বৃহস্পতিবার দক্ষিণেশ্বরে ‘লাইট অ্যান্ড সাউন্ড’ প্রকল্প এবং মিউজিয়াম উদ্বোধনের মঞ্চ থেকে তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, তিনি নামাজ পড়েন না। অনেকেই তাঁর সম্পর্কে এই অভিযোগ করেন, কিন্তু তা সর্বৈব মিথ্যা। মুখ্যমন্ত্রী জানান, তবে তিনি সংখ্যালঘুদের অনুষ্ঠানে অংশ নেন। রোজা ভাঙার পর যে ইফতার অনুষ্ঠিত হয়, সেখানে যে কোনও ধর্মের মানুষ অংশ নিতে পারেন। তাহলে তিনি এই অনুষ্ঠানে অংশ নিলে আপত্তি কোথায়, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যকে ঘিরে ঘনিয়ে ওঠা সাম্প্রতিক বিতর্ক ও রাজ্য জুড়ে অশান্তির আবহের মধ্যে মুখ্যমন্ত্রীর এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। হিন্দু ধর্মের উদারতার কথা মনে করিয়ে দিয়ে ধর্ম নিয়ে যাঁরা রাজনীতি করেন, এদিন তাঁদেরও জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, তিনি ইফতারে গেলে সমালোচনা হয়, অথচ মন্দিরের সংস্কারে যে পদক্ষেপ করেন, তা নিয়ে কথা হয় না।
বৃহস্পতিবারই তাঁর হাতে দক্ষিণেশ্বরে শুরু হল লাইট-সাউন্ড প্রকল্প। যেখানে অডিও-ভিজুয়াল মাধ্যমে উঠে আসবে মন্দিরের ইতিহাস। পাশপাশি উদ্বোধন করেন একটি মিউজিয়ামেরও। দক্ষিণেশ্বরের মাটিতে দাঁড়িয়ে ফের রাজ্যের ধর্ম-সংস্কৃতি ও সর্বধর্ম সমন্বয়ের ঐতিহ্যের কথাই এদিন মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
2. প্রাথমিক টেট দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার আদালতের দ্বারস্থ হল রাজ্য। বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি চেয়েছিলেন রাজ্যের আইনজীবী। অনুমতি মেলার পরই দায়ের হয় সেই মামলা। রাজ্যের দাবি, কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ রাজ্যের তদন্তকারী সংস্থাগুলির মত না শুনেই একতরফা সিবিআই তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার পর্ষদ রিপোর্ট জমা দেয় আদালতে। কিন্তু পর্ষদ বা রাজ্যের কোনও তদন্তকারী সংস্থার কোনও বক্তব্য আদালত শোনেনি। তার আগেই সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তাতেই আপত্তি রাজ্যের। আগামী সপ্তাহের শুরুতেই ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। এদিকে, বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের ডিরোজিও ভবনে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেখানে তল্লাশির পাশাপাশি ৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন পর্ষদের অ্যাডমিনও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।