একমাস পিছিয়ে গেল কলকাতা বইমেলা। আউটডোর শুটিং-সহ একাধিক ক্ষেত্রে ছাড়ের ঘোষণা রাজ্যের। এবার করোনা টিকার আওতায় ১২-১৪ বছর বয়সিরা। ফেব্রুয়ারির শেষেই শুরু হতে পারে টিকাকরণ। দেশে সামান্য নিম্নমুখী করোনা সংক্রমণ। ১২ দিন পর দশ হাজারের নিচে রাজ্যের দৈনিক সংক্রমণ। প্রয়াত কত্থক সম্রাট বিরজু মহারাজ। প্রয়াণ বাংলার নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্রেরও।
হেডলাইন:
আরও শুনুন: 15 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- করোনা আবহে পিছিয়ে গেল রাজ্যের ৪ পুরনিগমের ভোট
বিস্তারিত খবর:
1. ৩১ জানুয়ারির পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সোমবার এমনটাই জানালেন মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়।
করোনা আবহে মেলা করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু পিছিয়ে গিয়েছে ভোট। ২২ জানুয়ারির বদলে বিধাননগর পুরনিগমের ভোট হচ্ছে ১২ ফেব্রুয়ারি। ৩১ জানুয়ারির সময়ে বিধাননগর এলাকায় নির্বাচনী বিধি জারি থাকবে। এর মধ্যে মেলা হলে একাধিক সমস্যা তৈরি হতে পারে। তাই মেলা পিছিয়ে দেওয়ার আরজি জানিয়ে নবান্নে চিঠি দিয়েছিল গিল্ড। আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে বইমেলা এক মাস পিছিয়ে দেওয়ার।
এদিকে কড়া বিধিনিষেধের জেরে গত ৪৮ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা কমেছে সংক্রমণ। এই পরিস্থিতিতে বিধিনিষেধ কিছুটা শিথিল করল রাজ্য। সোমবার নবান্নের তরফে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা। আগামিকাল অর্থাৎ ১৮ জানুয়ারি থেকে ৫০ শতাংশ লোক নিয়ে রাজ্যে ফের খুলবে জিম। যাত্রাপালা প্রদর্শিত হতেও আর কোনও বাধা থাকছে না। আউটডোর বা খোলা জায়গায় যাত্রা হলে মোট আসনের ৫০ শতাংশ দর্শক ঢোকায় ছাড় থাকছে। ইন্ডোর বা ঘেরা প্রেক্ষাগৃহে যাত্রা হলে সেখানে সর্বাধিক ২০০ জন বা আসন সংখ্যার ৫০ শতাংশ, যেটি কম হবে তা মানতে হবে। এছাড়াও আউটডোর শুটিংয়ের ক্ষেত্রেও ছাড় দিয়েছে রাজ্য। তবে সেক্ষেত্রে কড়াভাবে পালন করতে হবে কোভিড বিধি।
তবে পুরনো নিয়ম মেনেই বন্ধ থাকছে স্কুল-কলেজ-সহ যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি-বেসরকারি অফিসে হাজিরা থাকছে ৫০ শতাংশ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাত ১০টা পর্যন্ত চলবে ট্রেন। নিয়ম মেনে খুলবে শপিং মল, বার-রেস্তরাঁ, সিনেমা হল। ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খোলা থাকবে সাঁলো-পার্লারও।
2. নতুন বছরের গোড়াতেই করোনা টিকা পেয়েছেন ১৫-১৭ বছর বয়সিরা। এবার পালা ১২-১৪ বছরের কিশোর-কিশোরীদের। ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের গোড়া থেকেই তাদের টিকাকরণ শুরু হয়ে যাবে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপের অধীনস্থ কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ড. এন কে অরোরা।
জানুয়ারির ৩ তারিখ থেকে ১৫-১৭ বছর বয়সিদের করোনার প্রতিষেধক দেওয়া শুরু হয়েছে। সরকারি হিসেব বলছে, এই বয়সিদের মধ্যে ৪৫ শতাংশ কিশোর-কিশোরী প্রথম ডোজ নিয়ে ফেলেছে। জানুয়ারি মাসের মধ্যে বাকিদেরও প্রথম ডোজ দিয়ে দেওয়ার বিষয় আশাবাদী সরকার। এই গতিতে টিকাকরণ চললে ফেব্রুয়ারি মাসের শেষ অথবা মার্চের শুরুতেই দেশের ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু করে দেওয়া যাবে বলে জানিয়েছেন অরোরা।
উল্লেখ্য, আগেই প্রাপ্তবয়স্কদের টিকাকরণে দেশের মধ্যে সেরা হওয়ার পর এবার ১২ বছর ঊর্ধ্ব কিশোর-কিশোরীদেরও কোভিডের ভ্যাকসিন দিতে চেয়েছিল কলকাতা পুরসভা। “কেন্দ্র অনুমতি দিলে এখনই পুরসভা ১২-১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু করতেই পারে।” বলে জানিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।