জোটের জয় নিয়ে আত্মবিশ্বাসী মমতা। ইন্ডিয়া জোট সরকার গড়লে বাইরে থেকে সমর্থন তৃণমূলের। পঞ্চম দফার আগেই দলের অবস্থান জানালেন নেত্রী। ৩৫ থেকে কমিয়ে ২৪ আসনের টার্গেট। চার দফা ভোটের পর ফের বাংলার লক্ষ্য কমালেন শাহ। সত্যজিতের সিনেমা টেনে মমতাকে খোঁচা নেতার।অবিলম্বে মুক্তি দিতে হবে নিউজক্লিকের এডিটর প্রবীর পুরকায়স্থকে। নির্দেশ সুপ্রিম কোর্টের। ভিত্তিহীন অভিযোগে গ্রেপ্তার, পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।
হেডলাইন:
আরও শুনুন: 13 মে 2024: বিশেষ বিশেষ খবর- মিটল চতুর্থ দফার ভোট, বিকেল ৫টা পর্যন্ত সর্বোচ্চ ভোটের হার রাজ্যেই
আরও শুনুন: 12 মে 2024: বিশেষ বিশেষ খবর- বাংলায় এসে পাঁচ গ্যারান্টি মোদির, তোপ তৃণমূলকে, পালটা মমতার
বিস্তারিত খবর:
1. ২০২৪-এ দিল্লিতে সরকার গড়বে ইন্ডিয়া জোট। বিজেপিকে হারানো নিয়ে ফের আত্মবিশ্বাসী ঘোষণা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে জোট সরকার গড়লে সেই সরকারকে বাইরে থেকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস। পঞ্চম দফার ভোটের আগেই দলের অবস্থান জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী। বুধবার মমতা বলেন, “চার দফায় যে ভোটগ্রহণ হয়েছে, তাতে বিজেপি হারবে। বাকি তিন দফাতেও জেতার খুব একটা সম্ভাবনা নেই। দিল্লিতে INDIA জোটকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সমর্থন দিয়ে সরকার গঠন করে দেব আমরা। যাতে বাংলার মা-বোনেদের কোনও অসুবিধা না হয়, ১০০ দিনের কাজের টাকা না আটকায়।” এমনিতে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প বন্ধ করে দেবে বিজেপি, আগেও তৃণমূলের তরফে এ কথা বলা হয়েছে। বুধবার চুঁচুড়ার জনসভা থেকে এ নিয়ে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, লক্ষ্মীর ভাণ্ডারে কেউ হাত দিলে বিজেপিকে পালটা দেবেন বাংলার মহিলারাই। সাধারণ মানুষের টাকা আটকে রাখা নিয়ে বারে বারেই বিজেপিকে তোপ দেগেছেন তৃণমূল নেতৃত্ব। সেই ইস্যুতেই এবার ইন্ডিয়া জোটের সরকারকে সমর্থনের কথা জানালেন মমতা।
এমনিতে ইন্ডিয়া জোটের নামকরণ করা থেকে গোটা দেশে বিরোধী নেতাদের এক ছাতার তলায় আনার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে মমতার। যদিও রাজ্যে ইন্ডিয়া জোটের দুই শরিক বাম ও কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়নি তৃণমূলের। তবে পরবর্তী পরিস্থিতিতে প্রয়োজনে ইন্ডিয়া জোটের সঙ্গে যে তৃণমূল যোগ দিতে পারে, সেটা একাধিকবার স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী। দিল্লিতে জোট সরকার হলে তৃণমূলই নেতৃত্ব দেবে, এমনটাই এতদিন বলেছেন তিনি। তবে এই প্রথম তাঁর অবস্থানে যেন খানিক বদল দেখা গেল বলেই মত রাজনৈতিক মহলের।
2. লোকসভায় বাংলা থেকে কত আসন পাবে বিজেপি, ফের সেই টার্গেট কমালেন খোদ অমিত শাহ। শুরুতে বাংলা থেকে ৩৫ আসন পাওয়ার টার্গেট দিয়েছিলেন তিনি। পরে সেটা কমিয়ে আনেন তিরিশে। এবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের টার্গেট কমিয়ে ২৪-এ নামিয়ে আনলেন শাহ। এদিকে বাংলায় ভোটপ্রচারে এসে সত্যজিৎ রায়-এর ‘হীরক রাজার দেশে’ ছবির প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে প্রথমে ৩৫ আসনের দাবি তুলেছিলেন শাহ। কিন্তু সে দাবি আদৌ বাস্তবসম্মত কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে দলের অন্দরেই। রাজ্য থেকে যে রিপোর্ট দিল্লিতে পাঠানো হচ্ছে, তা সঠিক কি না তা নিয়েও প্রশ্ন ওঠে। এর পর থেকে লক্ষ্যমাত্রা কমিয়ে সভায় সভায় ৩০ আসনের টার্গেটের কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু এবার বিজেপির সর্বনিম্ন আসনের টার্গেট এসে ঠেকল ২৪-এ। শাহ বলেন, “বাংলায় আমরা ২৪ থেকে ৩০টি আসন জিতব।” বিজেপির অন্দরেই আসন প্রাপ্তির সম্ভাবনা বা টার্গেট নিয়ে বিভ্রান্তি রয়েছে, নাকি চার দফার নির্বাচনের পর খারাপ ফলের পূর্বাভাস পেয়েই টার্গেট কমাচ্ছেন শাহ, প্রশ্ন রাজনৈতিক মহলে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।