রাজ্যে খোঁজ মিলল প্রথম ওমিক্রন আক্রান্তের। মুর্শিদাবাদে সংক্রমণের শিকার ৭ বছরের শিশু। কুন্নুরের কপ্টার দুর্ঘটনায় প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। স্থগিতাদেশ নয় কলকাতা পুরভোটে। জানাল কলকাতা হাই কোর্ট। পুরভোটের প্রচারে জোর মমতার। ফুলবাগানের জনসভা থেকে বার্তা কাউন্সিলরদের। লখিমপুর কাণ্ডে মোড়। অভিযুক্তদের বিরুদ্ধে আনা হল খুনের চেষ্টার ধারা। বঙ্গের দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্বীকৃতি। প্যারিসে ইউনেস্কোর বিশেষ কমিটির সভায় সিদ্ধান্ত। প্রকাশ্যে বিসিসিআই-বিরাট সংঘাত। একদিনের অধিনায়কত্ব নিয়ে তীব্র চাপানউতোর। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে থাকবেন বিরাট।
হেডলাইন:
আরও শুনুন: 14 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- গোয়ায় তৃণমূলের সঙ্গে জোট MGP-র, জনসভার মঞ্চ থেকে ঘোষণা মমতার
বিস্তারিত খবর:
1. রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল। মুর্শিদাবাদের সাত বছরের এক শিশুর শরীরে পাওয়া গিয়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। ১০ ডিসেম্বর শিশুটি পরিবারের সঙ্গে আবু ধাবি থেকে দেশে ফেরে।
জানা গিয়েছে, আবু ধাবি থেকে বিমানে ১০ তারিখ মধ্যরাতে হায়দরাবাদে নেমেছিল শিশুটির পরিবার। সেখানে আরটি পিসিআর পরীক্ষার জন্য শিশুটির লালারস সংগ্রহ করা হয়। বিদেশ থেকে আসায় জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয় লালারস। এদিকে আরটি পিসিআরের ফলাফলে জানা যায়, শিশুটি কোভিড পজিটিভ। বুধবার জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্টে আসে স্বাস্থ্যভবনের হাতে। সেখানেই জানা গিয়েছে শিশুটি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত।
করোনা আক্রান্ত অবস্থায় হায়দরাবাদ থেকে ১১ ডিসেম্বর কলকাতায় ফেরে শিশুটির পরিবার। সেখান থেকে বাড়ির গাড়ি করে মালদহে আসে তারা। আর এখানেই প্রশ্ন উঠেছে, একজন কোভিড পজিটিভ কী করে নিয়ম ভেঙে হায়দরাবাদ থেকে বিমানে ওঠে? রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, সমস্ত বিষয়টি লিখিত আকারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে জানানো হচ্ছে। শিশুটি এখন মালদহের কালিয়াচকে আত্মীয়ের বাড়িতে আইসোলেশনে রয়েছে বলেই জানা গিয়েছে।
রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলতেই স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে। এই পরিস্থিতিতে বুধবার ওমিক্রন নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ফুলবাগানে নির্বাচনী সভার ফাঁকেই মুখ্যমন্ত্রী জানান, ওমিক্রন তেমন বিপজ্জনক না হলেও, খুব তাড়াতাড়ি ছড়ায় এই স্ট্রেন। ফলে রাজ্যবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
2. গত বুধবার থেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। কিন্তু শেষরক্ষা হল না। আট দিনের লড়াই শেষে হাসপাতালে প্রাণ হারালেন তিনি। ভারতীয় বায়ু সেনার তরফে বুধবার এ খবর নিশ্চিত করা হয়েছে।
গত বুধবার এমআই-১৭ কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত-সহ ১৩ জন। তামিলনাড়ুর পাহাড় ঘেরা নীলগিরির জঙ্গলে ভেঙে পড়ে কপ্টারটি। ১৪ জন যাত্রীর মধ্যে একমাত্র জীবিত ছিলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। জানা গিয়েছিল, কপ্টার দুর্ঘটনায় শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে তাঁর। প্রথমে ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভরতি করা হয়েছিল গ্রুপ ক্যাপ্টেনকে। পরে উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরু উড়িয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে।
গ্রুপ ক্য়াপ্টেন বরুণ সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে লিখেছেন, “ওঁর প্রয়াণে আমি মর্মাহত। দেশের প্রতি ওঁর অবদান চিরস্মরণীয় হয়ে রইবে। তাঁর পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল।”
শুনে নিন বিশেষ বিশেষ খবর।